Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. ধর্ম ও জীবন
  7. আলোচিত খবর

৬০ বছরের সংসার, এক দিনেই হলো শেষ! চাওয়া অনুযায়ী পাশাপাশি দাফন করা হয় তাঁদের

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সংসার জীবনের দীর্ঘ পথচলায় জীবন সঙ্গীকে কতই না প্রতিশ্রুতি দেয়। বাঁচলে একসঙ্গে বাঁচবো, মরলে একসঙ্গেই মরবো। তবে, জন্ম-মৃত্যুর এমন অংক মেলে ক’জনের ভাগ্যে। এমনই ঘটনা ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এক নম্বর কলোনি সরকারি আশ্রয়ণ প্রকল্পে।

ভূমিহীন দম্পতির নামে বরাদ্দকৃত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন আব্দুল কাদের শেখ (৮৫) ও জাহানারা বেগম (৭৫) দম্পতি। দীর্ঘ ৬০ বছরের দাম্পত্য জীবনের তাঁদের একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হয়েছে। এমনকি পাশাপাশি দাফনও সম্পন্ন হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় মারা যান স্ত্রী জাহানারা বেগম। তার প্রায় ১৪ ঘণ্টা পর বুধবার (২০ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে মারা যান স্বামী আব্দুল কাদের শেখ। পরে বুধবার দুপুর দুইটার পর একসঙ্গে জানাজা শেষে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় স্বামী-স্ত্রীর।

নিহতদের স্বজনরা জানান, আব্দুল কাদের শেখ ও জাহানারা বেগম দম্পতির জীবদ্দশায় চাওয়া ছিল তাদের মৃত্যু যেন একদিনে হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জাহানারা বেগমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় হাসপাতালে মারা যান তিনি। স্ত্রীর মৃত্যু সহ্য করতে পারবেন না ভেবে পরিবারের লোকজন জাহানারা বেগমের মরদেহ স্বামীর বাড়িতে না নিয়ে একই ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের বাবার বাড়িতে নেওয়া হয়। কিন্তু স্ত্রীর মৃত্যুর খবর পরিবার থেকে স্বামী আব্দুল কাদেরের কাছে গোপন রাখা হয়। গভীর রাতেই স্ত্রীর মৃত্যুর খবর জানতে পেরে মানষিকভাবে ভেঙে পড়েন আব্দুল কাদের।

পরিবারের সদস্যদের অনুরোধ করে স্ত্রীর মরদেহ দেখতে চান। বুধবার সকালে পরিবারের লোকজন আব্দুল কাদেরকে স্ত্রীর মরদেহ দেখানোর জন্য তাঁর শ্বশুরবাড়ি আনার প্রস্ততি নিচ্ছিলেন। এমন অবস্থায় স্ত্রীর মরদেহ দেখার আগেই সকাল সোয়া ৮টার দিকে আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে মারা যান আব্দুল কাদের। পরে তাঁর মরদেহও স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামী-স্ত্রীর গোসলসহ ধর্মীয় কাজ শেষে দুপুরে তাদের মরদেহ আলাদিপুর এক নম্বর কলোনি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে জানাজা নামাজ পড়ানো হয়। এরপর আলাদিপুর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কবরস্থানে পাশাপাশি কবরে স্বামী, স্ত্রীকে দাফন করা হয়।

আব্দুল কাদেরের ভাতিজা আলীপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্বাস আলী প্রধান বলেন, আমার ফুপা এবং ফুপুর ৬০ বছরের সংসার জীবনে অনেক মিল মহব্বতে ছিলেন। তাদের চাওয়া ছিল একসঙ্গে যেন তারা মৃত্যু বরণ করতে পারেন। পরিবারের কাছে তারা এমনটি মনের কথা বলে গেছেন। মঙ্গলবার রাতে ফুপুর মৃত্যুর খবর শোনার পর ফুপা চিৎকার করে ফুপুকে উদ্দেশ্য করে বলছিলেন, “তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমিও তোমার কাছে আসতেছি”। সকালে স্ত্রীর মরদেহ দেখার আগেই তিনিও পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন। সবাই তাঁদের জন্য দোয়া করবেন।

প্রতিবেশী খোরশেদ আলমসহ কয়েকজন বলেন, রিক্সা শ্রমিক আব্দুল কাদের ও তাঁর স্ত্রী জাহানারা বেগম বেঁচে থাকতে সব সময় কামনা করতেন তাঁদের মৃত্যু যেন একসঙ্গে হয়, মরণেও পাশাপাশি কবরে থাকতে পারেন। অলৌকিকভাবে আল্লাহ তাঁদের শেষ ইচ্ছাই পূরণ করেছে। ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। এটা স্বামী-স্ত্রীর জন্য ভাগ্যের ব্যাপার।

আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক সন্ধ্যায় বলেন, ঘটনাটি বিস্ময়কর। স্বামী-স্ত্রীর একই দিনে মাত্র  স্বাভাবিক মৃত্যু তেমন দেখা যায় না। শুনেছি শতকষ্টে থাকলেও স্ত্রী আর একমাত্র ছেলে, ছেলে বৌ আর নাতীদের নিয়ে বেশ সুখেই ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন