Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই হবে প্রধান কাজ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে কোন ধরনের অবৈধ অস্ত্র থাকবে না। অস্ত্রধারীদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব বলেন। এর আগে গত রোববার রাজবাড়ীতে পুলিশ সুপার হিসেবে তিনি যোগদান করেন।

নবাগত পুলিশ সুপার বলেন, জেলার পুলিশ সুপার হিসেবে আমার প্রথম এবং প্রধান কাজ হবে যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। জনগণকে অযথা হয়রানি এবং মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়া। পুলিশের প্রতি জনসাধারণের আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। সকল নাগরিকের মানবাধিকার সহ সাংবিধানিক যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা। জনগণকে অযথা হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি যেদওয়া।

পুলিশ সুপার বলেন, এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামণা করি ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করছি। ৫ আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা তৈরী হয়েছিল, সেই তুলনায় রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলার জনগণ ও আপানারা (সাংবাদিকরা) সবাই প্রশাসনের সাথে ছিলেন।

তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী যে তিনদিন পুলিশের সকল কার্যক্রম বন্ধ ছিল, চেইন অব কমান্ড মোটামুটি ভেঙ্গে পড়েছিল। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে। তারা তাদের দায়িত্ব পালন করছে। ছাত্রজনতার রক্তে ভেজা যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রক্ষা করা দায়িত্ব আমাদের সকলের। ছাত্রজনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, গ্রাম থেকে উঠে এসেছি। আমার রক্তে মিশে আছে মাটির গন্ধ। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের সেবক হিসেবে আপনাদের রাজবাড়ী জেলায় কাজ করে যেতে চাই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন সহ জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন