Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

অফিসের ফোনে বাসা থেকে বের হয়েই গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় আব্দুল গণির

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও শুক্রবার (১৯ জুলাই) অফিসের ফোন পেয়ে সকালে রাজধানীর উত্তর বাড্ডার গুপিপাড়ার বাসা থেকে গুলশান-২ সিক্সসিজন নামক আবাসিক হোটেলের উদ্দেশ্যে বের হন আব্দুল গণি (৪৫)। পথিমধ্যে শাহজাদপুর বাঁশতলা এলাকায় সংঘর্ষ চলাকালে তার মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে। সে গুলশান সিক্সসিজন নামক আবাসিক হোটেলে কারিগরি বিভাগে কাজ করতেন। গত রোববার (২১ জুলাই) বিকেলে তার লাশ গ্রামের বাড়ি খানখানাপুর আনা হয়। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার, ছেলে এইচএসসি পরিক্ষার্থী আলামিন শেখ ও ৬ বছর বয়সী মেয়ে জান্নাত রয়েছে।

সরেজমিন দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন খানখানাপুর মোস্তফার ইটভাটার ভিতর দিয়ে আব্দুল গণির বাড়ির যাতায়াতের রাস্তা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্দুল গণির মৃত্যুর সংবাদ শুনে আত্মীয় স্বজন, প্রতিবেশীরা এসেছেন। নবনির্মিত ইটের গাঁথুনির একতলা বাড়ি। এখনো ঘরের প্লাস্টারের কাজ শেষ হয়নি। বসানো হয়নি ঘরের জানালা। একটি কক্ষে বিমর্ষ অবস্থায় পড়ে আছেন স্ত্রী লাকি আক্তার। পাশে ছোট মেয়ে জান্নাত। স্বজনরা মাথায় হাত বুলিয়ে শান্তনা দিচ্ছেন।

আহাজারি করতে করতে লাকি আক্তার বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে ফোন করে জানায়, “বাড়ির সবাই নাস্তা করেছি কি না। জরুরি ফোন পেয়ে অফিসে যাচ্ছি। ঢাকার পরিস্থিতি ভালোনা। আমার জন্য দোয়া করো। জান্নাতকে দেখে রেখ বলেই ফোন রেখে দেন”।

বেলা ১১টার দিকে ঢাকা থেকে এক আত্মীয় ফোনে জানায়, গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। আমার স্বামী তো রাজনীতি করেন না। তাহলে কেন তাকে মারা হলো। তার লাশ হাসপাতালে পড়ে আছে। আমার দুই ছেলে মেয়েরে কে দেখবে? এভাবেই বিলাপ করতে থাকেন।

ছেলে আলামিন শেখ বলে, বাবা তো আন্দোলনে ছিলেন না। তাহলে কেন তাকে গুলি করে মারা হলো। কার কাছে বাবা হত্যার বিচার চাইবো?

আব্দুল গণির বড় ভাই আব্দুল রাজ্জাক শেখ বলেন, খবর পেয়ে দেখি হাসপাতালের বাইরে লাশ পড়ে আছে। তখনো ফ্রিজিং করে রাখার অনুমোতি দেয়নি। থানায় অনেক ঘোরার পর অনুমোতি মিললে শনিবার রাতে লাশ ঢাকা মেডিকেলের ফ্রিজিংয়ে রাখতে পারি। পরদিন রোববার দুপুরে ময়না তদন্ত শেষে বেলা আড়াইটার দিকে লাশ বুঝিয়ে দিলে বিকেলে গ্রামে ফিরে রাতেই দাফন করা হয়।

আব্দুর রাজ্জাক শেখ বলেন, লাশ নিয়েও রাজনীতি হয়েছে। অথচ আমার ভাই কোন রাজনীতি করেনা। ওর দুটি সন্তান এতিম হয়েছে। পরিবার চলার মতো আয়ের কোন পথ নাই। এখন কে নিবে এতিম সন্তানদের দায়িত্ব? সরকারের কাছে দাবী, আব্দুল গণির ছেলে এইচএসসি পরিক্ষার্থী। অন্তত তাকে কোন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে পরিবারটি বেঁেচ যেত।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন