Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে অর্ধলাখ টাকায় বিক্রি হলো ৩৫ কেজি ওজনের মহাবিপন্ন বাগাড়

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ জুন ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে প্রায় ৩৫ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রাণী বাগাড় মাছ। রোববার বিকেলে দৌলতদিয়া থেকে এই বাগাড়টি কিনেন ঢাকার এক বড় ব্যবসায়ী। তার আগে বাজারের আড়ত ঘরে বাগাড়টি নিলামের মাধ্যমে স্থানীয় এক মাছ ব্যবসায়ী ৪৫ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বাগাড় মাছ ধরা, শিকার করা এবং বিক্রি দ-নীয় অপরাধ। অথচ এই আইন থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার এবং প্রকাশ্যে বিক্রি বন্ধ হচ্ছেনা। এর আগে নভেম্বর মাসে একাধিক মহাবিপন্ন প্রাণী বড় বড় বাগাড় ধরা পড়ে। এই মৌসুমে এতবড় বাগাড় প্রথম ধরা পড়েছে। ইলিশ, পাঙ্গাশসহ অন্যান্য মাছের সঙ্গে জেলেরা শিকার করছেন এই মহাবিপন্ন প্রাণী বাগাড়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনার জেলেরা এই অঞ্চলে নিয়মিত মাছ শিকার করেন। রোববার (২৩ জুন) সকালে নদীতে মাছ শিকারে বের হন স্থানীয় এক জেলে। পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে অপেক্ষার পর জালে ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। পরে জাল নৌকায় তুলে দেখতে পান বড় এক বাগাড়। বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের দুলাল মন্ডলের আড়তে। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনেন।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী শাহজাহান শেখ জানান, মৌসুমে এতবড় বাগাড় প্রথম ধরা পড়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে কেনার পর ওজন দিয়ে দেখেন প্রায় ৩৫ কেজি হয়েছে। তিনি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রেখে বিভিন্ন পরিচিত ব্যক্তিদের খোঁজ করতে থাকেন। পরে বিকেলের দিকে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ১, হাজার ৪০০ কেজি দরে ৪৯ হাজার টাকায় বিক্রি করেন। বাগাড়টি গতকাল সন্ধ্যার আগেই তার ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, বাগাড় একটি সংরক্ষিত বন্য প্রাণী। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, বাগাড় মাছ তফসিলভুক্ত সংরক্ষিত বন্য প্রাণী। আইন অনুযায়ী, বাগাড় শিকার, ক্রয় এবং বিক্রি করা দ-নীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় মাছ মহাবিপন্ন প্রাণী।

গোয়ালন্দের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর আওতাভুক্ত হওয়ায় আমরা ব্যবস্থা নিতে পারিনা। মৎস্য সংরক্ষণ আইনের আওতায় আনতে আমরা বিভিন্ন মহলে বলছি। বনবিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ