Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

কালুখালীতে পারিবারিক কলোহের জের, ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জুন ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ ও মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে স্ত্রী চলে যাওয়ার শোক সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে হৃদয় শেখ (২৩) নামের এক তরুণ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের নিজ বাড়িতপ ঘটনাটি ঘটে। সে আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, হৃদয় শেখ দুইটি বিয়ে করেছিলো এবং দুই স্ত্রীর সাথে তার সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সকলের অজান্তে তার মায়ের ব্যবহার করা ওড়না দিয়ে নিজ ঘড়ের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে হৃদয়ের আইডি থেকে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। ওই স্ট্যাটাসে হৃদয় লিখেন, “আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে সেটা যতবারই মনে পড়েনা কেন ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়,আর আমার জীবন দুঃখে ভরা, ভালো থাকুক এই ত্রিভুবনের মানুষ গুলো।সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারেনা সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ায় মানুষগুলো বড়ই সত্যি স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পিছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়ায় ভালো থাকুক সবাই”।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, আমার ইউনিয়নের ছেলেটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মারা যাওয়ার ঘটনায় আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শুনেছি ছেলেটা মানসিক অশান্তিতে ভুগছিলো। পারিবারিক কলহের জেরেই এমন ঘটনা ঘটিয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে আত্মহত্যা করেছে শুনেছি। তবে তার ফেসবুকের স্ট্যাটাসটি আমি দেখি নাই।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, রিদয় মালয়েশিয়ায় থাকতো। বিদেশে যাওয়ায় আগে বিয়ে করেন। কিন্তু বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায়। প্রায় এক বছর আগে বিদেশ থেকে আসার পর দ্বিতীয় বিয়ে করেন। তার সাথেও বনিবনা না হওয়াশ বিচ্ছেদ হয়। পারিবারিক কলোহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ