Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ী সদর উপজেলা-আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার দুপুরে রাজবাড়ী সদর  উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সদর থানার সেকেন্ড অফিসার মো. সোহেল রানা, খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান।

সভায় রাজবাড়ী সদর উপজেলায় নারী ও শিশু নির্যাতন ও সড়ক দুর্ঘটনা কমেছে। তবে টিনেজ বয়সী কিছু ছেলেরা রাস্তায় বে-পরোয়াভাবে মোটর সাইকেল চালানোর কারনে দুর্ঘটনার স্বীকার হচ্ছে বেশি।এতে একটি পরিবার নিঃস্ব হওয়ার সাথে জেলার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। সড়কে এসব টিনেজ বয়সীদের লাইসেন্স বিহীন মোটরসাইকেল চলাচলে আইনশৃঙ্খলা বাহিনিকে দেখার  অনুরোধ জানানো হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনে নজরদারী প্রয়োজন বলে জানান বক্তারা। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে মানুষ আজ বাজারে গীয়ে নাভিশ্বাস উঠেছে।তা নিয়ন্ত্রনে প্রশাসনকে কাজ করতে হবে। বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। গরু চুড়ি রোধে পুলিশ প্রশাসন মাংস ব্যাবসায়ীদের নিয়ে  সদর থানায় মতবিনিময় সভা করেছেন। ব্যবসায়ীদের গরু ক্রয় করতে গরুর প্রমান পত্র রাখার কথা বলেন। এছাড়া রাত ১০ টার পর চুরি সহ বিভিন্ন সমস্যা রোধে বাজারের দোকান বন্ধ রাখার কথাও বলা হয়। আগামী উপজেলা নির্বাচন সন্নীকটে। এ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন।

সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বেপরোয়াভাবে দিনের বেলায় মাটির ট্রাকের কারনে জনসাধারন চলাচলে সমস্যা ব্যাপক আকার ধারন করছে। নিয়ন্ত্রনহীনভাবে মাটি কাটা রোধে প্রশাসনকে অবহিত করা হয়। তবে পৌরসভায় ইজিবাইক, রিক্সা সহ ছোট যানবাহন গুলো থেকে পৌর পার্কিং অবৈধ ভাবে বাড়ানো হয়েছে। তা কমিয়ে আনার কথা জানান। উপজেলা নির্বাচনে কোন দরনের ভোট কাটাকাটি হবেনা সে নিশ্চয়তা দিওয়া হল। যেভাবে জাতীয় নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচনও সুষ্ঠু ভাবে হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ