Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অধিকাংশ সদস্য ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অবৈধভাবে বালু-মাটি বহনকৃত ট্রাক চাপায় শিশুর মৃত্যু, সম্প্রতি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়িতে ডাকাতিসহ চুরি, ডাকাতিসহ মাদক বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সভার শুরুতে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন মোল্লা বলেন, “বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ভেকু দিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছিল। আইনশৃঙ্খলা কমিটির সভায় বন্ধে কয়েকবার উত্থাপন করলেও ব্যবস্থা না নেয়ায় প্রভাবশালীরা অব্যাহত রাখে। যার খেসারত হিসেবে ১৭ মার্চ বিকেলে মাটি বোঝাই ডাম ট্রাকের চাপায় আফিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। আজকের সভার সভাপতিসহ যারা আছেন তারা কেউ এর দায় এড়াতে পারেননা। যে মায়ের কোল খালি হয়েছে কেউ কি পারবেন ওই মায়ের বুকে শিশুটি ফিরিয়ে দিতে?”

জবাবে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এই কমিটির সদস্য হিসেবে আমরা কেউ এই শিশুর মৃত্যুর দায় এড়াতে পারি না। আমি এখানে ৩মাস হলো এসেছি। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু-মাটি কাটা হচ্ছে। আমি যোগদানের পর অভিযান চালিয়ে বন্ধ করার পর ফের চালু হয়। এ ঘটনার পর ভেকু, ট্রাকটি আটক করা হয়েছে। থানায় নিয়মিত মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার হবে। ওই এলাকায় মাটি উত্তোলন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এছাড়া উপজেলার ১২ মার্চ দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ৯নম্বর ওয়ার্ড সদস্য জামাল মোল্যার বাড়িসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ইউপি সদস্যকে পাশের কক্ষে নিয়ে আটকে বেদম মারপিট করে নগদ ২৬ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার একদিন পর থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার বা মালামাল উদ্ধার হয়নি। এ ছাড়াও সম্প্রতি চুরি অনেক বেড়ে যাওয়ায় অধিকাংশ সদস্য ক্ষোভ প্রকাশ করে প্রতিকারের দাবী জানান।

সভায় উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। তবে পুলিশ প্রতিটি ঘটনা নিখুতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এক্ষেত্রে পুলিশকে সার্বিকভাবে সহযোগিতার অনুরোধ জানান।

এছাড়া গত ১৮ মার্চ দিবাগত রাতে উপজেলার পশ্চিম উজানচর নবুওছিমদ্দিন পাড়ার মোস্তফা সরদারের বাড়ি থেকে একটি বড় অষ্ট্রেলিয়ার জাতের গাভী চুরি হয়। ওই রাতেই ট্রাকে করে নেওয়ার সময় পুলিশ রেলগেট এলাকা থেকে ট্রাকসহ গরু জব্দ করে একজনকে গ্রেপ্তার করে। একদিন পর ১৯ মার্চ দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেবগ্রামের কাওয়ালজানি এলাকা দিয়ে একদল সশস্ত্র ব্যক্তি এলাকায় প্রবেশ করলে পুলিশ প্রতিটি মহল্লায় মহল্লায় মসজিদের মাইক দিয়ে ডাকাত ঢুকেছে সবাইকে সতর্ক থাকতে ঘোষণা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন