Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ভেসে গেলো ট্রাক, শেষ মূহুর্তে বেঁচে ফিরলেন চালক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ৭:০১ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ঘাটের এনায়েতপুরী ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে ছিটকে পরে প্রান কোম্পানির একটি পণ্যবাহী কাভারভ্যান পদ্মা নদীতে ভেসে যায়। নদীতে ট্রাকটি প্রায় ৩০ মিটার দূরে ভেসে যাবার পর ট্রাক চালক কোনভাবে জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ সময় চালক বাকরুদ্ধ হয়ে যান।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ট্রাকের চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এতে ট্রাকে থাকা মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঢাকা থেকে ঝিনাইদহ ডিপোতে যাওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে। ট্রাক চালক শাহিন শেখ (৩২) কুষ্টিয়ার দৌলতপুর থানার আড়িয়া ইউনিয়নের সাতার পাড়া গ্রামের মহসিন শেখ এর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র সহ উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিগন।

প্রত্যক্ষদর্শী মো. সাইদ মোল্লা জানান, প্রান কোম্পানির কাভারভ্যানটি ঢাকা থেকে ভোর ৬ টায় ঝিনাইদহ ডিপোতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে সকাল ৯ টার দিকে পাটুরিয়া ঘাটে এসে পৌছায়। সকাল ৯ টা ১০ মিনিটের দিকে রো রো ফেরি এনায়েতপুরীতে উঠে ৯ টা ৪০ মিনিটের দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটে এসে ভিড়ে। এ সময় সামনে থাকা আরো কয়েকটি ট্রাক ফেরি থেকে নেমে উপরে উঠে যায়। একই সাথে কাভারভ্যানটিও ফেরি থেকে নেমে উপরে উঠতে যায়। এপ্রোজ সড়কটি অনেক ঢালু হওয়ায় উপরে উঠতে ব্যার্থ হন চালক।

এ সময় ট্রাকের ব্রেকের হাওয়া কম থাকায় ব্রেক ফেল করে ট্রাকটি। এপ্রোজ সড়ক অনেক ঢালু হওয়ায় অনেক দ্রুত গতিতে পিছনের দিকে ছুটতে থাকে ট্রাকটি।চালক তখনও চেষ্টা চালাচ্ছিলেন ট্রাকটি নিয়ন্ত্রনে আনতে। এক পর্যায়ে ট্রাকটির গতিরোধ করতে ব্যার্থ হলে পন্টুন থেকে ছিটকে নদীতে পরে যায়। নদীতে পরে গিয়ে কিছুদুর যাবার পরেও চালক বের হচ্ছিলো না। পরে স্থানীয়দের চিৎকার চেচামেচিতে এবং তাদের সহযোগিতায় আহত চালক কোনোভাবে ট্রাকের জানালা খুলে বের হয়ে সাতরে পন্টুনে উঠতে সক্ষম হয়। পরে তাকে উপরে উঠিয়ে আনা হলে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধারকারী দল তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, আমরা দুর্ঘটনার খবর শুনে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ছুটে যাই। পরে ট্রাকের চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। চালকের সাথে তার সহকারী আছেন কি না এখনো জানতে পারিনি। চালক সুস্থ্য হয়ে উঠলে বিস্তারিত জানা যাবে। ভেসে যাওয়া ট্রাকটি স্থানীয় জেলেদের ট্রলার দিয়ে পারে ভেড়ানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে যোগাযোগ করেছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য)  মো. সালাহ উদ্দিন বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা (রো রো) এনায়েতপুরী ফেরী থেকে প্রাণ কোম্পানির একটি কভার্ডভ্যান উপরে  উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরে চালককে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে  অবগত করেছি এবং প্রাণ কোম্পানীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেস্টা করছি। এ ঘটনায় চালক বাদে কোন হতাহত নেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন