Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে ইউপি সদস্যসহ দুই বাড়িতে ডাকাতি, ২৭ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তারে-উদ্ধার নেই

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের চর দৌলতদিয়ায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে স্থানীয় ইউপি সদস্যসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ইউপি সদস্যকে মারধর করে নগদ ২৬ লাখ টাকা এবং ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। প্রতিবেশীর বাড়ি থেকেও ডাকাতদল হানা দিয়ে লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়েছে। এ ঘটনার দুই দিনেও পুলিশ কাউকে আটক বা মালামাল উদ্ধার করতে পারেনি।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ড সদস্য জামাল মোল্যা (৪৮) জানান, গত মঙ্গলবার (১২ মার্চ) মানিকগঞ্জের আরিচা হাটে ৭টি গরু নগদ প্রায় ১২ লাখ টাকায় বিক্রি করে বাড়ি ফিরেন জামাল মোল্যার ছোট ভাই গরু ব্যবসায়ী হাসান মোল্যা। ওই রাত ১টার দিকে ডাকাতদলের সদস্যরা কাঠের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে প্রথমে হাসানের ঘরে প্রবেশ করে তাকে বেধে ফেলেন। এরপর পাশের কক্ষে ঢুকেই জামাল মোল্যার ওপর আক্রমণ করে শাবল দিয়ে কোপ দেয়। এতে তার কপাল ক্ষত হয়। তাঁকে টানতে টানতে পাশের কক্ষে নিয়ে আটকে মারধর করতে থাকে। হাসানের ঘরে আলমারীতে থাকা গরু বিক্রির নগদ ১২ লাখ এবং ঘরে থাকা আরো ৬ লাখাসহ ১৮ লাখ টাকা এবং সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ইউপি সদস্য জামাল মোল্যার স্ত্রী নাসিমা খাতুন বলেন, ১৫-২০ জনের ডাকাতদের প্রত্যেকের মুখ গামছা ও কালো কাপড়ে বাধা ছিল। তাদের প্রত্যেকের বয়স ২২ থেকে ৩৮ বছরের মতো এবং পড়নে হাফ প্যান্ট, কারো ফুল প্যান্ট এবং শরীরে গেঞ্জি, হাফ হাতা শার্ট ছিল। ডাকাতরা কাউকে কিছু না বলে শুধু আমার স্বামীকে পাশের কক্ষে আটকে মারতে থাকেন। কয়েকজন আমার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ঘরে কি আছে সব বের করতে বলে। তাদের পায়ে ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে আলমারীর চাবি দেই। আলমারীতে থাকা আমার নগদ ৮ লাখ টাকা এবং সাড়ে ৯ ভরি স্বর্ণালংকার পাওয়ার পর মারধর বন্ধ করে। দুই ঘর থেকে দুই ভাইয়ের নগদ ২৬ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এসব না পেলে জামালকে হয়তো প্রাণে মেরে ফেলতো। ডাকাতরা প্রতিবেশী মিলন শেখ এর বাড়ি থেকেও নগদ প্রায় দেড় লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়েছে। বুধবার রাতেই গোয়ালন্দ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে এখন দুই দিন হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা মালামাল উদ্ধার করতে পারেনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ইউপি সদস্য জামাল ও তার ভাই গরু ব্যবসায়ী হাসানের প্রায় ২৬ লাখ টাকা নিয়েছে বলে তারা দাবী করেছেন। প্রতিবেশী একজনের ১ লাখ টাকার মতো নিয়েছে। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস অপারেশন) মুকিত সরকার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় জামাল মোল্যা বাদী হয়ে বুধবার রাতেই থানায় ১৮-২০জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে। অপরাধীদের গ্রেপ্তারে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন