Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দে ব্রীজের রেলিংয়ের ওপর ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলো চালক ও সহকারী

রাজবাড়ী মেইল ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৭ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেইটের পাশে থাকা ব্রিজের রেলিং এর মাঝ বরাবর জুটবাহী একটি ট্রাক ঝিনাইদহ-ট (১১-১১৫৫) ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত পৌনে দুইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক রেজাউল করিম (৩৮) ও সহকারী আবু সালেহ (২৫) গুরুতর আহত হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকচালক রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর  সাভারের জামগড়া থেকে জুটবোঝাই করে ভালোভাবেই ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করেন। রাত পৌনে দুইটার দিকে গোয়ালন্দের রেলগেটে পৌছানো মাত্রই হঠাৎ পেছনে একটি বড় কাভার্ডভ্যান আমার ট্রাকে সজোড়ে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ব্রিজের রেলিং এর সাথে লাগিয়ে দিই। এ সময় আমার গাড়ির ষ্ট্রিয়ারিংয়ে বুকে চাপ লাগে এবং পা আটকে যায়। এ সময় আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তিনি আরও বলেন, ব্রিজের রেলিংয়ে না আটকালে আমি ট্রাক সহ পাশে থাকা বড় একটি গর্তে পড়ে যেতাম। অল্পের জন্য আমাদের আল্লাহ রক্ষা করেছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ট্রাকের মালিক বিকাশ বলেন, আমি রাত ২টার দিকে খবর পেয়ে ভোরেই ঝিনাইদহ থেকে রওনা দিয়ে ঘটনাস্থলে আসি। পরে জানতে পাই পেছনে থেকে বড় একটি কভার্ডভ্যান আমার ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে ড্রাইভার ব্রেকে কন্ট্রোল না করতে পেরে ব্রিজের রেলিং এর সাথে লাগিয়ে দেয়। ড্রাইভার ও হেলভার গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আমার তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ট্রাকটি টেনে তুলে জুট অন্য গাড়িতে পাঠিয়ে দিবো।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সেবিকা (নার্স) সাথী আক্তার বলেন, ওই ট্রাকচালক ও সহকারীর বুকে এবং শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এম আল মামুদ বলেন, আমরা খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে আসি। এতে কোন নিহতের খবর নেই। চালক ও সহযোগী আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ট্রাকটি উদ্ধার করে মালিক পক্ষকের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন