Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

রাজবাড়ীতে আ.লীগের প্রার্থী চান অবাধ ও সুষ্ঠু ভোট, স্বতন্ত্র প্রার্থী, ভোটাররা চান পরিবর্তন ও নতুন মুখ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারনা ব্যস্ত সময় পার করছেন।শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভোটারদের দোরগোড়ায় ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) মোট ৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে রাজবাড়ী-২ আসনের অন্যতম শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। তিনি ঈগল প্রতিক নিয়ে ভোটের মাঠে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, যারা গত ১৫ বছর ধরে বহু বঞ্চনার শ্বীকার, সেই সব মানুষের কাঙ্খিত চাওয়া একজন নতুন মুখ আসুক।তিনি তার ধারাবাহিকতায় একটা আলোড়ন সৃষ্টি করেছেন। তিনিও শতভাগ আশা করছেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সরকার। সেই সুবাদে এ আসনের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন একজন মানুষ চায়, একটি পরিবর্তন চায়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্মার্ট নাগরিকের প্রয়োজন। সে প্রাত্যাশা ও সাহস নিয়ে এ আসনটিতে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।

এদিকে, আওয়ামীলীগ সমর্থিত শক্তিশালী নৌকা প্রতিকের ৪ বারের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম তিনি প্রচারনা ও বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছেন ভেটারদের মন জয় করার চেস্টায় ভোট প্রার্থনা করছেন।

তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।যার যার ভোট সে সে দিবে।এখানে কার কোন হস্তক্ষেপ থাকবেনা। ভোটারদের তিনি উদ্বুদ্ধ করছেন যেন ভাটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।তিনি আরো বলেন, আমাদের কাছ থেকে কোন ধরনের শঙ্কা বা ভয় কিছু নাই।

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন চা-দোকানি আব্দুল কুদ্দুস মল্লিক বলেন, আমরা চাই সুষ্ঠু ও ঝামেলা ছাড়া যেন ভোট দিতে পারি সে পরিবেশ চাই। আমরা কোন মারামারি, গ্যাঞ্জাম চাইনা। সুস্থ্য পরিবেশে ভোট দিয়ে যেন বাড়ি ফিরতে পারেন সে প্রত্যাশা করি প্রশাসনের কাছে। তার আরো ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ মারামারি হানাহানি ও ঝামেলা মুক্ত নির্বাচন প্রত্যাশা করেন।

রাজবাড়ীর- ২ আসনে ৬ জন প্রার্থীর মধ্য, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপি, জাসদ ও সাংস্কৃতিক মুক্তিজোট সহ আরো চারজন প্রার্থী সহ ৬ জন এ নির্বাচনে প্রতিদন্দ্বিতা করছেন। তারাও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন সকাল থেকে সন্ধ্য পর্যন্ত। রাজবাড়ী- ২ আসনে ভোটার  সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৭০৯ জন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ