Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. সাহিত্য ও সংস্কৃতি
  7. আলোচিত খবর

প্রথম আলোর রজতজয়ন্তী উৎসবে গোয়ালন্দের সেরা পাঁচ শিক্ষককে সম্মাননা

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ নভেম্বর ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রথম আলো শুধুমাত্র একটি পত্রিকা নয়, একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। সমাজের দায়তবদ্ধতার জায়গা থেকে প্রথম আলো প্রতিদিন তার সত্য তথ্য পরিবেশনার পাশাপাশি সামাজিক ভালো কাজ করে যাচ্ছে। আর প্রথম আলোর ২৫ বছর ধরে ভালো ও মানিবক কাজের সাথে জড়িত রয়েছে এক ঝাঁক ভালো মানুষ। আজও প্রমান দিল প্রথম আলো। রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার প্রথম আলোর রজতজয়ন্তী উৎসবে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ বাজার ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক এর তৃতীয় তলা মিলনায়তনে বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর রজতজয়ন্তী উৎসব পালিত হয়। উৎসবে বন্ধুসভার সাথে যুক্ত পাঁচজন শিক্ষক যারা গোয়ালন্দ উপজেলা এবং রাজবাড়ী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং জয়িতা হিসেবে পুরষ্কৃত হয়েছেন তাঁদেরকে সম্মাননা জানানো হয়।

বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ এর বেহালার পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসবের শুভ সূচনা হয়। উৎসবের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান।

তাঁর বক্তব্যের পর বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা যিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগমকে সম্মাননা জানানো হয়। একই সাথে বন্ধুসভার সাবেক সভাপতি, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, বন্ধুসভার সদস্য তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা কাদরী, বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি এবং বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান মিলনকে সম্মানান জানানো হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ এসব সেরা শিক্ষকদের হাতে সম্মানান স্মারক তুলে দেন। এসময় অনুভুতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরিফা বেগম।

বন্ধুসভার সাধারণ সম্পাদক সফিক মন্ডল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন মোল্যা প্রমূখ।

এছাড়া এ সময় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, প্রবীন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ প্রেসক্লাবের সহসভাপতি হেলাল মাহমুদ, শেখ রাজীব, সাধারণ সম্পাদক শামীম শেখ ছাড়াও বন্ধুসভার সকল সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রথম আলোর পাঠকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি জীবন চক্রবর্তী ও সদস্য মঞ্জুয়ারা কাদরী। এছাড়া সঙ্গীত পরিবেশন করে ক্ষুদে বন্ধু অপর্ণা বিশ্বাস এবং নৃত্য পরিবেশনা করেন বন্ধুসভার ক্ষুদে বন্ধু শ্রীতমা বিশ্বাস। সবশেষে বন্ধুসভার সভাপতি লুৎফর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকল সদস্যের মাঝে মিষ্টিমুখ করানো হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন