Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. সাহিত্য ও সংস্কৃতি

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল ও সম্পাদক শামীম নির্বাচিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঐতিহ্যবাহী রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সৌহার্দপূর্ণ পরিবেশে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে দুই বছরের জন্য সভাপতি হিসেবে মোহনা টেলিভিশন ও ভোরের পাতা পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. আবুল হোসেন এবং যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি মো. শামীম শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে গত ১৬ অক্টোবর সাধারণ সভার সিদ্ধান্ত মেতাবেক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী এবং রাজবাড়ী জেলা জজ কোটের জ্যেষ্ঠ আইনজীবি এবিএম ছাত্তার। তাঁদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম ও সহসভাপতি শেখ রাজীব।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১জন ভোটারের মধ্যে সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সোয়া ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ আলী মোল্যা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা আ.লীগের যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ সহ গোয়ালন্দ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

১১টি ভোটের মধ্যে সভাপতি হিসেবে আবুল হোসেন এর প্রাপ্ত ভোট ৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক সমকাল প্রতিনিধি ও বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী সংবাদদাতা শিকদার মুহা. আসজাদ হোসেন আজু এর প্রাপ্ত ভোট ৪। সাধারণ সম্পাদক হিসেবে শামীম শেখ পান ৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্তেফাক পত্রিকার গোয়ালন্দ সংবাদদাতা মো. আক্তারুজ্জামান মৃধা পান ৪ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. হেলাল মাহমুদ, সহসভাপতি (২) দৈনিক সংবাদ এর গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে স্বদেশ বিচিত্রার গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস নির্বাচিত হন। এর মধ্যে জ্যেষ্ঠ সাংবাদিক শেখ রাজীব টানা পাঁচবারের মতো প্রেসক্লাবের সহসভাপতি নির্বাচিত হন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ