Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. কৃষি ও অর্থনীতি
  7. আলোচিত খবর

গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিব বহিষ্কার, ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ অক্টোবর ২০২৩, ৫:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবকে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উপজেলা কৃষক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিক ওরফে আবুল মেম্বারকে  দায়িত্ব দেওয়া হয়েছে।

২১ অক্টোবর শনিবার জেলা কৃষক লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এ সিন্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২৩ অক্টোবর) জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান ও যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন (গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলার সাংগঠনিক দায়িত্ব) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অপর আরেক বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ও রাজবাড়ী পৌর কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ৫ অক্টোবর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সাধরণ সম্পাদক মো. শামীম মৃধাকে বাদ দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন খানকে দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগ ও উজানচর ইউনিয়ন কৃষক লীগের কমিটি অবৈধভাবে বিলপ্ত ঘোষনা করেন যা সংগঠনের গঠনন্ত্রের পরিপন্থী। গঠনতন্ত্র বহির্ভূতভাবে ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা, মাদক সেবন, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কারণে এবং বিভিন্ন সময় সংগঠন বিরোধী কার্যকলাপে সর্বদয় লিপ্ত হওয়া হাবিবুর রহমান হাবিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ৫ অক্টোবর অগঠনান্ত্রিকভাবে গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনার দুই দিন পর ৭ অক্টোবর রাতে জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান ও যুগ্ম আহ্বাবয়ক আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাবিবুর রহমানকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করে। এর এক সপ্তাহ পর ১৪ অক্টোবর জেলা কমিটির জরুরি সিদ্ধান্তে পুনরায় হাবিবুর রহমানকে সভাপতি হিসেবে পুর্ণবহাল করা হয়।

এসময় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনাকে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক সমস্ত কর্মকাণ্ড হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছিল। উক্ত অব্যাহতি পত্রটি প্রত্যাহার করা হলো এবং সকল ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। কৃষকলীগের দলীয় প্যাডে তাতে স্বাক্ষর করেন জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

বাংলাদেশ কৃষকলীগ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন মো. হাবিবুর রহমান হাবিব। তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রমানিত হওয়ায় গত শনিবার জেলা কৃষকলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিস্কারাদেশ প্রদান করা হয়। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবুল হোসেন প্রামানিক ওরফে আবুল মেম্বার।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন