Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
হুমায়ন-ইউনুসের মাথায় হাত

গোয়ালন্দে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ অক্টোবর ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রতি বছরের মতো এবারও প্রায় ৭ বিঘা জমিতে করলা, বাঁধাকপি, ফুলকপি, মুলা, গাজর, মিষ্টি কুমড়ার আবাদ করেছেন। অনেক মিষ্টি কুমড়া ধরেছে। এখনো বাজারজাতের উপযোগী হয়নি। কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরী হয়ে অধিকাংশ ক্ষেত তলিয়ে গেছে। নষ্ট হয়ে মরতে শুরু করেছে অনেক সবজি গাছ। প্রাথমিকভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বলছি রাজবাড়ী জেলার পুরস্কারপ্রাপ্ত ও তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হুমায়ন আহমেদ এর কথা। হুমায়ন আহমেদ এর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া তোরাপ শেখ পাড়া। হুমায়ন তার ক্ষতিগ্রস্ত সকল প্রকার সবজি খেত ঘুরে ঘুরে দেখান। দেখা যায়, অধিকাংশ সবজি খেত পানির নিচে। চারদিকে পানি থাকায় পানি বের হওয়ার কোন পথ খুঁজে পাচ্ছেননা। যে কারনে তাঁর খেত নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ক্ষতিগ্রস্ত খেত দেখানোর সময় হুমায়ন হতাশা প্রকাশ করেন।

হুমায়ন আহমেদ বলেন, প্রতি বছর আগাম জাতের সবজির আবাদ করে থাকি। এ বছরও প্রায় দুই লাখ টাকা খরচ করে ২ বিঘা জমিতে মিষ্টি কুমড়া, ১ বিঘা করলা, ১ বিঘা উচ্ছে, ১ বিঘা ফুলকপি, ১ বিঘা বাধাকপি সহ ৭ বিঘা জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছি। প্রতি বিঘা জমিতে ১৪-১৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। ভারী বৃষ্টিতে পানিতে সব তলিয়ে গেছে। পানি বের হওয়ার পথ খোলা নেই। এলাকার প্রায় তিন-চার’শ কৃষক আগাম সবজির আবাদ করে থাকেন। শীতের শুরুতে এসব সবজি বাজারজাত করতে পারলে কৃষকরা অনেক লাভবান হতো।

হুমায়ন আহমেদ বলেন, দুই বিঘা জমিতে জাঙলায় অনেক মিষ্টি কুমড়া ধরেছে। পানি জমে সমস্ত গাছের গোড়া তলিয়ে গাছ মরার উপক্রম হয়েছে। আশপাশের নিচু জমি, খাল-বিল পানিতে ভরপুর থাকায় পানি বের করার মতো কোন ব্যবস্থা নেই। যেখানে পানি ফেলাবো সেখানেই পানি। যে কারনে সমস্ত খেত নষ্ট হয়ে যাচ্ছে।

হুমায়নের মতো উজানচর ইউনিয়নের নতুন পাড়ার কৃষক ইউনুস সরদার এক সপ্তাহ আগে প্রতিদিন ৬-৭জন করে শ্রমিক নিয়ে মুড়িকাটা পেঁয়াজ বীজ রোপন করেন। কয়েক দিনের বৃষ্টিতে সমস্ত পেঁয়াজ খেত নষ্ট হয়ে গেছে। ইউনুস সরদার বলেন, তিন বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করে পেঁয়াজ রোপন করি। রোপনের দুই দিন পর এমন বৃষ্টি শুরু হয় যা আগে দেখিনি। বৃষ্টিতে সমস্ত খেত নষ্ট হয়ে গেছে। খেত থেকে পানি নামলেও মাটির নিচ থেকে গ্যাস হয়ে পেঁয়াজ বীজ পচে যাবে।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। প্রায় ২৮৬ হেক্টর বা প্রায় ২ হাজার ১৪৫ বিঘা জমি আক্রান্ত হয়েছে। রোপা আমন ৯৮ হেক্টর, মাসকলাই ৭৮, শাকসবজি ৯৬, মুড়িকাটা পেঁয়াজ ৬, কলা ৫ হেক্টর এবং মুগডাল ৩ হেক্টর রয়েছে। শাকসবজি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার মধ্যে দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নে আক্রান্তের পরিমান বেশি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন