Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন
  6. আলোচিত খবর

কয়েক হাজার মানুষের উপস্থিতে গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবীর আনন্দ শোভাযাত্রা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ভ্যাপসা গরমের মধ্যে কয়েক হাজার মানুষ রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা বের করে। প্রথমে গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ থেকে এবং পরে দৗলতদিয়া আঞ্জুমান কাদরিয়ার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। দুটি শোভাযাত্রাই ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলেমিটার প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-খুলনা গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ থেকে প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারসহ অন্তত চার কিলোমিটার এলাকা ঘুরে ইমাম বাড়া শরীফে গিয়ে শেষ হয়। ভারতের মেদেনীপুর তরিকার অন্তত পাঁচ হাজার ভক্ত, মুরিদান অংশ নেন। শোভাযাত্রায় বাঁশের লাঠির মাথায় বিশেষ ধরনের কাপড় টানিয়ে কাঁধে নিয়ে বহন করেন। ব্যানার সহ প্রত্যেকের হাতে গোলাপ ফুলের কলি, গোলাপ জল ছিটিয়ে নবী করিম (সাঃ) এর ওপর হাম ও নাত পরিবেশ করতে থাকেন।

সকাল সাড়ে ১০টায় দৌলতদিয়া খানকাপাক শরীফ থেকে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদিক্ষণ করে দৌলতদিয়া ক্যানাল ঘাট সংলগ্ন মডেল হাই স্কুল পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথ ঘুরে খানকাপাক শরীফে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় নারী-পুরুষ সহ পাঁচ থেকে ছয় হাজার ভক্ত, মুরিদান ও মুসুল্লি উপস্থিত ছিলেন।

এসময় তারাঁ “বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আজ মোদের খুশির দিন, বিশ^ নবীর জন্মদিন”সহ বিভিন্ন শ্লোগান ছাড়াও রাসুলের ওপর নির্মিত বিভিন্ন হাম ও নাত পরিবেশন করা হয়। এ সময় প্রত্যেকের হাতে ফুলের কলি দেখা যায়। একই সাথে সকলে সমবেত কণ্ঠে হাম ও নাথসহ গজল পরিবেশন করতে থাকেন।

শোভাযাত্রায় গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয় খানকাপাক শরীফের সভাপতি মুক্তার হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক, পরিচালনা কমিটির অন্যতম সদস্য আজিজুল প্রামানিক, ইমাম বাড়া শরীফের প্রতিষ্ঠাতা প্রয়াত ইদ্রিস আলী শেখ এর জামাতা বিশিষ্ট ব্যবসায়ী আবু সায়েম খান, ইমাম বাড়া শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, কোষাধ্যক্ষ সুমন মোল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রা শেষে মেদেনীপুর তরিকার ভক্ত, মুরিদানগন নবীজীর ওপর দরদ ও দোয়া পাঠে শরীক হন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়। প্রচ- ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘক্ষণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ায় অনেকে কেউ কেউ অসুস্থ্য হয়ে পড়েন।

আনন্দ শোভাযাত্রার অন্যতম সদস্য আশরাফুল আলম বলেন, গোয়ালন্দ ইমাম বাড়া ও দৌলতদিয়া খানকাপাক শরীফ আয়োজিত পৃথক দুটি আনন্দ শোভাযাত্রায় অন্তত দশ হাজারের বেশি মুসুল্লি, মেদেনীপুর তরিকার ভক্ত, মুরিদান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ