Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. আলোচিত খবর

গোয়ালন্দ বন্ধুসভার চার সদস্য এবারও সেরা শিক্ষক নির্বাচিত

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পর্যায়ে সেরা চার শিক্ষক এবারও নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ বন্ধুসভার চার সদস্য। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে রোববার সেরা চার শিক্ষকের নাম প্রকাশ করা হয়। এ পর্যায়ে চার শিক্ষক জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবেন। রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত করা হয়। সেরা চার শিক্ষকের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বাবর আলী। তিনি উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলা পর্যায়ে ৭ম বারের মতো তিনি সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। মুহাম্মদ বাবর আলী প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সভাপতি এবং বর্তমান কার্য নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সেরা প্রধান শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন তেনাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুয়ারা কাদরী। এর আগে তিনি উপজেলা পর্যায়ে আরো চারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। মঞ্জুয়ারা কাদরী প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার একজন সক্রিয় সদস্য এবং সাংস্কৃতিক কর্মী।

কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান মিলন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি দুইবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। তিনি প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া দক্ষ সংগঠন, ক্রীড়া শিক্ষক হিসেবেও তার সুনাম রয়েছে।

দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আক্তার ইতি ৬ষ্ঠ বারের মতো সেরা সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন। নাসরীন আক্তার ইতি গত বছর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তিনিও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম রোববার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এর সেরা শিক্ষক, কর্মচারী, বিদ্যালয়, ব্যবস্থাপনা কমিটির ফলাফলের কথা জানান। তিনি আরো জানান, উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষকদের তালিকা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পাঠিয়ে দিয়েছেন।

গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল বলেন, “ভালোর সাথে, আলোর পথে” এই শ্লোগান ধারণ করে বন্ধুসভার সাথে এক ঝাঁক নব উদ্যোমী তরুণ-তরুণী ও শিক্ষক সমাজ জড়িত রয়েছেন। এর আগে বন্ধুসভার সদস্যরা প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এবারও যে চারজন শিক্ষক সেরা নির্বাচিত হয়েছেন তারা প্রত্যেকে গোয়ালন্দ বন্ধুসভার নেতৃত্ব দিয়েছেন, দিচ্ছেন। আমরা তাঁদেরকে বন্ধুসভার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন