Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. লাইফস্টাইল

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনাঃ পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মুখ দেখা হলো না

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ  রাজবাড়ীর অঙ্কুর স্কুল ও কলেজ থেকে এবছর মানবিক বিভাগ থেকে এইচএসসি পরিক্ষা দিচ্ছে রাতুল শেখ। রোববার আইসিটি পরিক্ষা দিয়ে বাড়ি ফিরেই জানতে পারেন বাবা কুদরত শেখ (৪৬) দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রাতুল দেখতে পায় হাসপাতালের বারান্দায় একটি ট্রেতে বাবার নিথর দেহ পড়ে আছে।

আজগর শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুন্সিপাড়ার মৃত মিজাই শেখ এর ছেলে। হলুদ, ধনিয়া, গুড়া মরিচের মতো মসলা জাতীয় ব্যবসা করেন। রোববার দুপুরের দিকে রাজবাড়ী সদর উপজেলার কুটি পাচুরিয়ার বাজারে যাবার পথে পথিমধ্যে মাল বোঝাই ভ্যান উল্টে খাদে পড়ে গেলে পানিতে চাপা পড়ে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় নজরুল ইসলাম বলেন, রোববার দুপুর ১২টার দিকে ছোটভাকলা ইউপির চর মাইটকোড়া এলাকায় রাস্তার পাশে ভাঙ্গা স্থানে চাকা আটকে পণ্যবাহী ভ্যান উল্টে রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে খাদের পানিতে পড়ে যায়। কয়েকবার উল্টে ভ্যানটি শরীরের ওপর পড়লে কুদরত শেখ এর মাথা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, হাসপাতালের প্রবেশ পথে কুদরত শেখ এর স্ত্রী রুমি বেগম আহাজারি করছেন। স্বজনরা তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতালের বারান্দায় ট্রের ওপর কুদরত শেখ এর মৃত দেহ পড়ে আছে। আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে।

স্ত্রী রুমি বেগম বলেন, তাঁর স্বামী কুদরত শেখ হলুদ, ধনিয়া, মরিচের গুড়া, লবন, মসল্লা জাতিয় ব্যবসা করেন। গোয়ালন্দ ও রাজবাড়ীর বিভিন্ন হাটে বসে খুচরা বেচাকেনা করেন। আজ রাজবাড়ীর পাচুরিয়ার হাট থাকায় সকালে গোয়ালন্দের পৌর জামতলা বাজার থেকে জিনিসপত্র কিনেন। তার সাথে থেকে তিনি এসব জিনিস প্যাকেট করে গোছগাছ করে দেন। বেলা সাড়ে ১১টার দিকে ভ্যান বোঝাই করে পাচুরিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। দুপুর ১টার দিকে ফোনে খবর পেয়ে হাসপাতালে দেখি তিনি বেঁচে নেই।

কিছুক্ষণ পরে দৌড়ে হাসপাতালে আসেন কুদরত শেখ এর একমাত্র ছেলে রাতুল শেখ। বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখেই মাটিতে লুটিয়ে পড়ে। সকলে তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করে। এসময় রাতুল আহাজারি করতে থাকে আর বলতে থাকে, ‘আমি পরিক্ষা দিয়ে তোমার মুখ কেন দেখতে পেলাম না। আল্লাহ আমার বাবাকে আমি এখন কই পাবো। তোমরা আমার বাবাকে এনে দাও। আমার এখন কি হবে”?

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, আমরা এ বিষয়ে উর্দ্বোতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন