Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা

গোয়ালন্দে অদম্য মেধাবী আসিফের পাশে দাড়ালেন সৌদি প্রবাসী হোসাইন

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ আগস্ট ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ ও মইনুল হক, গোয়ালন্দঃ গোয়ালন্দের অদম্য মেধাবী আসিফ প্রামানিকের সহযোগিতায় পাশে দাড়িয়েছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইন। শনিবার বিকেল ৪টায় আসিফের স্কুল দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের কার্যালয় হতে তার কলেজে ভর্তির প্রাথমিক খরচ হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। আসিফ এ বছর এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

তাকে নিয়ে প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, দৈনিক বাংলাসহ কয়েকটি গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। দরিদ্র পরিবারের সন্তান আসিফের স্বপ্ন একজন চিকিৎসক হওয়া। কিন্তু হকার বাবার পক্ষে তার পড়ালেখা চালিয়ে নেয়া কষ্টকর। সংবাদটি নজরে আসে সৌদি প্রবাসীর। অর্থ সহায়তা প্রদানকালে উপস্হিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, মোহাম্মদ হোসাইনের বড় ভাই মোহাম্মদ সুলতান প্রমূখ।

জানা গেছে, আসিফ প্রামাণিক ও তার পরিবারের সদস্যরা বর্তমানে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামে বসবাস করেন। জনৈক আলাউদ্দিন সরদারের কাছ থেকে বার্ষিক ৪ হাজার টাকায় লিজে নেয়া ৪শতাংশ জমিতে তাদের ৬ সদস্যের পরিবারের মাথা গোঁজার কোন রকম ঠাই হয়েছে। তিন বছর আগে পদ্মার প্রবল ভাঙ্গনে ভাড়িঘর বিলীন হয় আসিফদের। তখন সে অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। সবকিছু হারিয়ে অন্য আট-দশটা ছেলের মতো ওখানে থেমে যেতে পারত তার লেখাপড়া।

সৌদি প্রবাসীর বড় ভাই মোহাম্মদ সুলতান বলেন, আসিফের মতো দরিদ্র মেধাবীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ত্ব। তার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি রয়েছে। দরকার শুধু একটু সহযোগিতা। আমি তার জীবনের সাফল্য কামনা করি।

আসিফ জানায়, আমি এ আর্থিক সাহায্য পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। আমার স্বপ্ন বড় হয়ে একজন ভালো চিকিৎসক হব। দেশের মানুষকে সেবা করব। আসিফ বলে, দেশের বিত্তশালীরা আমার মত ছাত্রদের পাশে থাকলে অনেক ভালো হতো।

দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম বলেন, আসিফ অদম্য মেধাবী একটা ছেলে। পড়ালেখা ছাড়া বিতর্ক, কুইজ, সাধারন জ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারন দক্ষতা রয়েছে। এজন্য জেলা-উপজেলার বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে সে বহু পুরস্কার অর্জন করেছে। গত ৫ বছর তাকে সম্ভাব্য সকল ধরনের সহযোগীতা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন আসিফের পাশে দাড়িয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাই। আসিফের মতো মেধাবীর স্বপ্ন পূরনে সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ