Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে বিবাদমান জমিতে স্থাপনা নির্মান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে নরেশ রায় নামের এক ব্যাক্তির বিরুদ্ধে বিবাদমান জমিতে পাঁকা দোকান ঘর নির্মান কাজের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার পূর্ব উজানচর মাখন রায়ের পাড়া নতুন ব্রিজ সংলগ্ন এলাকার। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত নরেশ রায় নিজেই বাদী হয়ে গত ১৯/৬/২৩ তারিখ স্হানীয় মনি খাঁ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন।

মামলার বিবাদী মনি খাঁ জানান, নরেশ রায়ের মামলার প্রেক্ষিতে আদালত আগামী ১৭/৯/২০২৩ ইং তারিখ শুনানির জন্য দিন ধার্য্য করে আমাকে কারন দর্শাইবার নোটিশ জারি করেছেন। কিন্তু আমার কারন দর্শানোর আগেই নরেশ রায় বিবাদমান ওই জমিতে পাকা স্থাপনা নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এতে তিনি আদালত অবমাননা করছেন বলে তার দাবি।

এমতবস্হায় আমি আইনি সহায়তার জন্য রাজবাড়ীর পুলিশ সুপারের নিকট আবেদন করি। এরপর দুইদিন আগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে কাজ বন্ধ রাখতে বলে। কিন্তু তারা (নরেশ রায়) কারো কোন কথা না মেনেই কাজ চালিয়ে যাচ্ছেন। আমি এ বিষয়ে বিজ্ঞ আদালত ও প্রশাসনের নিকট ন্যায় বিচার দাবি করছি।

শনিবার (২২ জুলাই) বিকেলে সরেজমিন দেখা যায়, জমিতে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন নরেশ রায় ও তার লোকজন। এ সময় মনি খাঁ তাদের বাঁধা দেয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ও সংঘর্ষের পরিস্হিতি সৃস্টি হয়। পরে উপস্হিত সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্থানীয়দের সহায়তায় পরিস্হিতি শান্ত হয়।

এ সময় বাদি নরেশ রায়ের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, এই জমি তাদের পৈত্রিক সম্পত্তি। বহুকাল ধরে তারা এর দখলেও রয়েছেন। এই একই দাগ হতে তাদের ওয়াকফ করা জমিতে তার বাবার নামে “মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়” নামে একটি স্কুলও গড়ে তোলা হয়েছে। মনি খাঁ একজন মামলাবাজ মানুষ। ইতিপূর্বে একাধিক মামলা ও শালিসের রায় তার বিরুদ্ধে গেছে। তারপরও তিনি আমাদের নানাভাবে হয়রানী করে চলেছেন।

নরেশ রায়ের ছোটভাই, সাবেক ইউপি সদস্য নিখিল রায় দাবি করেন, আদালতে ১৪৪ ধারা মামলা করা হয়েছে। আদালত বিবাদী মনি খাঁ’কে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। আমাদের কোন নিষেধাজ্ঞা দেননি। তাই আমরা সেখানে নির্মানকাজ করলেও তাতে কোন আইনি বাঁধা নেই। আমরা উকিলের সাথে কথা বলেই কাজ করছি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিবাদমান জমিতে আদালত কোন নিষেধাজ্ঞা জারি করেনি। বিবাদি মনি খাঁ পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিলে থানা পুলিশ সরেজমিন গিয়ে নরেশ রায়কে সাময়িক কাজ বন্ধ রাখতে বলেন। সেই সাথে মনি খাঁকে প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় যোগাযোগ করতে বলেন। কিন্তু মনি খাঁ আর যোগাযোগ করেনি। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টির উপর তারা নজর রাখছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন