Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

এখনো বাড়ি ছেড়ে কর্মমূখী হতে শুরু করেনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জুলাই ২০২৩, ৯:০০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখনো ঈদে বাড়ি আসা কর্মস্থলমুখী হতে শুরু করেনি। রোববার দুপুরের পর থেকে কিছু যানবাহনের সাথে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।

রোববার সকালে ঘাটে দেখা যায়, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরয়া নৌপথে চলাচলরত লঞ্চ ও ফেরিতে তেমন ভিড় নেই। যেসব মানুষ আসা যাওয়া করছে তারমধ্যে বেশিরভাগ গ্রামে ছুটছেন। আত্মীয় স্বজনের বাড়ি, কেউ শহর ছেড়ে গ্রামে ছুটছেন। এসব মানুষের হাতে মাংস ভর্তি পুটলা রয়েছে। ঈদের তিন দিন পরও দৌলতদিয়ায় যানবাহন বা মানুষের ভিড় দেখা যায়নি। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের লাইন চোখে পড়েনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী যেসব গাড়ি ঘাটে আসছে সরাসরি ফেরিতে উঠে চলে যাচ্ছে। মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি পার হচ্ছে বেশি।

ঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু চালুর পর থেকে দৌলতদিয়ায় গাড়ির চাপ নেই। ঈদের কয়েকদিন আগে যানবাহনের সাথে মানুষের ভিড় ছিল। ঈদের তিন দিন পরও কর্মস্থলমুখী মানুষ ছুটতে শুরু করেনি। বরং এখনো অনেকে মাংস নিয়ে গ্রামের আত্মীয় স্বজনের বাড়ি ছুটছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকামুখী ২ হাজার ২৫২টি গাড়ি নদী পাড়ি দিয়েছে। এরমধ্যে ৪০৯টি বাস, ৯৪টি পণ্যবাহী গাড়ি, ৯৫৭টি ছোট গাড়ি ও ৭৯২টি মোটরসাইকেল। ঈদের এ সময় অনেক গাড়ি পার হওয়ার কথা। সে হিসেবে তুলনামুলক কম পার হচ্ছে। তবে আজ দুপুরের পর থেকে কিছুটা বেড়েছে।

তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৮টি ফেরির মধ্যে রোববার দুপুরের আগ পর্যন্ত ১২টি ফেরি চলছিল। দুপুরের পর গাড়ির সংখ্যা কিছুটা বাড়তে থাকায় আরো ২টি বাড়ানো হয়েছে। বর্তমানে ৬টি রো রো (বড়), ৩টি কেটাইপ (মাঝারী) এবং ৫টি ইউটিলিটি (ছোট) ফেরি রয়েছে।

এদিকে লঞ্চ ঘাটেও নদী পাড়ি দিতে আসা মানুষের তেমন একটা ভিড় নেই। ঢাকামুখীর চেয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষ বেশি নদী পাড়ি দিচ্ছে। লঞ্চ ঘাট দিয়ে যাত্রী পারাপার নির্বিঘœ করতে পুলিশের পাশাপাশি নৌপুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

ঘাটে দায়িত্বরত আনসার বাহিনীর কমান্ডার এমদাদুল হক পলাশ বলেন, ৪৫ জন সদস্যের মধ্যে পর্যায়ক্রমে ১৫জন করে ডিউটি করছেন। যাত্রীদের ওঠানামায় সহযোগিতা করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন। এখনো কর্মস্থল গামী মানুষ ছুটতে শুরু করেনি। এক-দুইদিন পর থেকে পুরোদমে ছুটতে শুরু করবে। বরং এখনো শহর ছেড়ে মানুষ গ্রামের বাড়ি ছুটছেন। যে কারনে পাটুরিয়া থেকে আসা প্রতিটি লঞ্চে একটু বেশি মানুষ রয়েছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, যাত্রীদের পারাপার নির্বিঘœ করতে আরিচা অঞ্চলের তিন নৌপথের ৩২টির মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৮টি লঞ্চ চালু রয়েছে। বাকি ১৪টি লঞ্চ দৌলতদিয়া-আরিচা এবং আরিচা-কাজিরহাট নৌপথে রাখা হয়েছে। এখনো ঢাকামুখী মানুষের ভিড় না পড়ায় স্বাভাবিক গতিতেই নৌযান চলাচল করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন