Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

হামলার প্রতিবাদে গোয়ালন্দে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ এপ্রিল ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকের দায়িত্ব পালনকালে সরকার দলীয় নেতাকর্মীদের হাতে হামলার প্রতিবাদে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার বিকেলে গোয়ালন্দ পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবী জানান সাংবাদিকরা।

রোববার বেলা ৩টায় গোয়ালন্দ পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসারক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, রিপোর্টাস ইউনিটির সহসভাপতি, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিন এর রাজবাড়ী প্রতিনিধি দেবাশিস বিশ্বাস, বার্তা-২৪ ফোর এর ষ্টাফ রিপোর্টার সোহেল মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও দেশ টেলিভিশন এর রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দৈনিক নয়া দিগন্ত এর গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক উদয় দাস, দেশ রুপান্তরের গোয়ালন্দ প্রতিনিধি সরোয়ার মিরাজ, আজকের পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, আজকের পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি অনিক শিকদার, সোহাগ মিয়া, সোহেল রানা প্রমূখ।

এসময় সাংবাদিকরা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানান। একই সাথে সাংবাদিক বক্তারা অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করা, হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান সাংবাদিকরা।

এদিকে রোববার দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দৈনিক বাংলা ও বাংলা ট্রিবিউন এর রাজবাড়ী প্রতিনিধি মইনুল হক মৃধাকে দেখতে যান রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এসময় তাঁর সঙ্গে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সাংবাদিকদের বলেন, পূর্ব নির্ধারিত গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠ চত্বরে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু তার আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ দখল করে অবস্থান নেয়। ওই কর্মসূচিতে বেলা পৌনে ৩টার দিকে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়কসহ ৯ সদস্যের প্রতিনিধি দল সাদা রঙের মাইক্রোবাসে করে পৌছান। মাঠের কাছে পৌছানো মাত্র আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে নেতাকর্মীদের মারধর করে আহত করে। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরে আহত নেতাকর্মীদের রাজবাড়ীর নিজ বাসায় চিকিৎসা করানো হয়েছে। আমরা এ ঘটনার বিচার পাবনা বলে থানায় কোন মামলা করিনি।

তিনি বলেন, ওই সময় হামলার ছবি তুলতে গিয়ে দুইজন সাংবাদিক গুরুতর আহত হন। তবে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান। একই সাথে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন নামক কালো আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানী ও গ্রেপ্তার বন্ধ করাসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন