Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীর চারকোল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ এপ্রিল ২০২৩, ৫:৪৫ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি চারকোল কারখানায় (পাটখড়ির ছাই থেকে কার্বন তৈরির কারখানা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে আগুনের সূত্রপাত হলে আতংকিত হয়ে পড়েন আশেপাশের এলাকার লোকজন। খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রোববার (২ এপ্রিল)  রাত সাড়ে ৮ টার দিকে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে তোলা চারকোল কারখানাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিভানোর জন্য। আগুন ছড়িয়ে পড়ার আশংকায় আতংকে চিৎকার করে কান্না করছেন আশেপাশের বাড়িঘরের নারী ও শিশুরা। আর পুরুষরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিভানোর কাজে সহযোগিতা করছেন। রাত ১২ টার পর আগুন নিয়ন্ত্রণে এলে মহাসড়ক থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

চারকোল কারখানার কর্মী সাব্বির জানান, তারা ৮ জন কর্মী কারখানার অফিস কক্ষে ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়তে বসেন। সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটের দিকে নামাজ শেষ করে উঠেই দেখেন কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সেসময় তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, ৭ টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়ে দু’টি ইউনিট দ্রুত এসে আগুন নিভানোর কাজ শুরু করেন। তাদের সঙ্গে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আরও দু’টি ইউনিট এসে কাজে যোগ দেয়। চারটি ইউনিট চার ঘন্টা কাজ করে রাত ১২ টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। চারটি ইউনিট সারা রাত কাজ করেও আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এ ধরণের একটি কারখানায় যে ধরণের অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকার কথা তার কিছুই নেই। অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলে আগুন এতোটা ভয়াবহ রুপ ধারণ করতে পারতোনা।

জানা গেছে, এ কারখানায় পাটখড়ির ছাই থেকে তৈরি করা কার্বন চীনে রফতানি করা হয়। যা চীনে মোবাইলের ব্যাটারি, প্রসাধনী, দাঁত পরিষ্কারের ওষুধ, কার্বন পেপার, ফটোকপির কালি, আতশবাজি, ফেসওয়াশ ও প্রসাধন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আবাসিক এলাকায় শিল্প ও কল-কারখানা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও চারকোল কারখানার মালিক বছরের পর বছর কারখানা পরিচালনা করে যাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়েই আবাসিক এলাকায় ২০১৬ সালে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এ চারকোল কারখানাটি। কারখানায় নেই কোন অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। কারখানার ছাই ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হয়। আর এ পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব পড়ে স্থানীয় বাসিন্দাদের ওপর।

এ বিষয়ে চারকোল কারখানার মালিক আতিকুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে বলেন, ‘আমাদের পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। তবে সেটির মেয়াদ শেষ হয়ে গেছে।দ্রুত আমরা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করব। এ অগ্নিকাণ্ডে তার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ