Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে পুকুর সেচের পানিতে কৃষকের ফসল প্লাবিত, ক্ষতিপূরণ দাবি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পুকুর সেচের পানিতে তিন বিঘা কৃষি জমির ফসল প্লাবিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় ক্ষতিপূরণ দাবি করে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক শেখ ও মেহের আলী জানান, তারা অনেক ধারদেনা করে সম্প্রতি দুই বিঘা জমিতে হালি পেঁয়াজ, আধা বিঘা জমিতে গম ও আধা বিঘা জমিতে কালো জিরার আবাদ করেছেন। কিন্তু গত শনিবার (২৮ জানুয়ারি) রাতের আঁধারে স্থানীয় প্রতিবেশী মজিদ শেখ তার পুকুরে স্যালোমেশিন বসিয়ে তার পাশ্ববর্তী ইরি ধান ক্ষেতে পানি সেচ দেন। সেচের পানিতে পাশেই আমার ও মেহের আলীর ফসলি জমির সদ্য গজানো ফসল পুরোপুরি তলিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, ফসল তলিয়ে যাওয়া নিয়ে তারা কথা বলতে গেলে মজিদ শেখ ও তার লোকজন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। এমতাবস্থায় তারা মজিদ শেখ সহ চারজনকে অভিযুক্ত করে গত রোববার (২৯ জানুয়ারি) গোয়ালন্দ ঘাট থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ব্যাপারে মজিদ শেখ মুঠোফোনে বলেন, আমি তাদেরকে কোন হুমকি-ধামকি বা ভয়ভীতি দেখাইনি। তবে তাদের ক্ষতি হয়েছে এটা সত্য। থানা ও কৃষি অফিস থেকে তদন্তে এসেছিল। এ বিষয়ে যে রায় হয় আমি তা মেনে নেব। তবে তারা থানা বা এসিল্যান্ড অফিস পর্যন্ত না গেলেও পারত।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নিয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুনানির জন্য ডেকেছি। প্রাথমিক আলোচনায় যদি দোষ স্বীকার করে তাহলে কৃষি অফিসের একজন প্রতিনিধির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন