Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

বালুবাহি ট্রলি চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু, রাস্তায় পড়ে ছিল নিথর দেহ-মাথার মগজ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বেপারী পাড়ায় মো. রিহান শেখ (১১) নামের এক শিশু বালুবাহি ট্রলির চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি খালা বাড়ি বেড়ানো শেষে রোববার দুপুরের দিকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রিহান গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের রেজাউল শেখ এর ছেলে। দৌলতদিয়া মাদরাসাতুল সাবিইল হাসান এর তৃতীয় শ্রেণীর ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানান, অটোরিক্সা চালক রেজাউল শেখ এর দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে রিহান দ্বিতীয়। শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে পিঠা খাওয়ার চাল নিয়ে উপজেলার দৌলতদিয়া যদু ফকির পাড়া খালা বাড়ি বেড়াতে যায়। রোববার দুপুর ১২টার দিকে রিহান বাইসাইকেল চালিয়ে দৌলতদিয়া বেপারী পাড়া হয়ে ইটের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি থেকে ৫০০ গজ দূরে স্থানীয় শাজাহান শেখ এর মুরগির খামারের সামনে পৌছলে পিছন থেকে একটি বালুবাহি ট্রলি আঘাত করে। রিহান ছিটকে পড়লে ট্রলির চাকাটি তার মাথা থেতলে দিয়ে যায়। এতে মাথার মগজ ছিটকে দূরে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।মাঠে কাজ করা অবস্থায় কয়েকজন কৃষক দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ট্রলি দ্রুত বেগে চলে যায়।

দেবগ্রাম ইউপির তেনাপচা আতর চেয়ারম্যানের বাজার সংলগ্ন নিহত শিশুর বাড়িতে দেখা যায়, বাড়ির উঠানে শিশুটির বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে আছে। তিনি বার বার বলতে ছিলেন, “আমার বেটা কই, রেহান কই। তোরা আমার বেটার কাছে নিইয়া চল। বাড়িতে এত মানুষ কেন? কি হয়েছে রিহানের। আমার বেটারে একবার দেখতে চাই। তোরা আমারে বেটারে দেখতে দে।”

শিশুটির বাবা রেজাউল শেখ জানান, শনিবার বিকেলে বাড়ি থেকে পিঠা খাওয়ার আতব চাউল নিয়ে বাইসাইকেল চালিয়ে খালা বাড়ি বেড়াতে যায়। এরপর থেকে আমার সাথে আর দেখা হয়নি। দুপুর ১২টার দিকে আমার কাছে খবর আসে রিহান এক্সিডেন্ট করেছে।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমামুজ্জামান বলেন, লাশের সুরতহাল শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতের পরিবারের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে। পরিবার থেকে বালুবাহি ট্রলি চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ