
আবুল হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মো. বাকেন শেখের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা, সহ-সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন মোল্লা, সভায় নয়টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সভায় বক্তব্য রাখেন।
সভায় সুসংগঠিত করে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন দ্রুত করার জন্য উপস্থিত কর্মীদের নিয়ে আলোচনা করা হয়।