Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১০ ঘন্টা বন্ধের পর ফেরি চালু, মানুষের দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকায় ব্যবসায়িক কাজে ঝিনাইদহের মহেশপুর থেকে শুক্রবার রাত ৯টার দিকে রওয়ানা করেন দেলোয়ার হোসেন। সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট সড়কে পৌছানোর পর আটকা পড়েন লম্বা লাইনে। লাইন পেরিয়ে ঘাটে পৌছে জানতে পারেন কুয়াশায় ফেরি বন্ধ হয়ে গেছে। এরপর থেকে সারারাত বাসেই বসে আছেন। তার মতো কয়েকশ যাত্রী সারারাত তীব্র শীত আর কুয়াশায় ফেরি ঘাটে রাত পার করেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ার ৭নম্বর ঘাটে অপেক্ষমান রো রো (বড়) খানজাহান আলী বসে থাকা অবস্থায় কথা হয় দেলোয়ার হোসেন এর সঙ্গে। এসময় তিনি বলেন, এভাবে যে ঘাটে বসে থাকতে হবে ভাবতেই পারিনি। সারারাত্র গাড়িতে এভাবে বসে ছিলাম। গাড়িতে তো আর ঘুম হয়না। আবার যথাসময়ে পৌছতে না পারায় ক্ষতিও হয়ে গেল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, দশম দিনের মতো শুক্রবার রাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশাও বাড়তে থাকলে সাড়ে ১১টা থেকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ হয়ে যায়। আরিচা ঘাটে হাতে গোনা গাড়ি থাকলেও কাজিরহাট ঘাটে শতাধিক পণ্যবাহী গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। কাজিরহাট ঘাটে দুটি এবং আরিচা ঘাটে সুফিয়া কামাল, এনায়েতপুরী ও শাহ আলী নামক তিনটি ফেরি যানবাহন নিয়ে নোঙরে থাকে। প্রায় সাড়ে ১১ ঘন্টা পর শনিবার বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু হয়।

অপরদিকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথেও শুক্রবার রাতে কুয়াশার কারনে ফেরি চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে রাত পৌনে ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে পাটুরিয়া থেকে ছেড়ে আসা খানজাহান আলী, কেরামত আলী ও হাসনা হেনা নামক তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরি আটকে পড়ার সংবাদে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়। দৌলতদিয়া প্রান্তে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ পরান, বনলতা, মাধবীলতা ও ফরিদপুর নামক পাঁচটি এবং পাটুরিয়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত ও চন্দ্র মল্লিকা নামক তিনটি ফেরি নোঙর করতে বাধ্য হয়। প্রায় ১০ ঘন্টা পর শনিবার বেলা ১১টার দিকে ফেরি চালু হয়। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন ও কয়েকশ যাত্রী।

ঝিনাইদহর মহেশপুর থেকে চেড়াই কাঠ বোঝাই করে আসা ঢাকাগামী পণ্যবাহী গাড়ি চালক মোগবুল হোসেন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ফেরি ঘাট সড়কের লম্বা লাইনে আটকা পড়েন। এরপর থেকে প্রায় ১২ ঘন্টা ধরে আটকা আছেন। গাড়ির সিটেই বসে সারারাত পার করেছেন তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, প্রকৃতির ওপর কারো হাত নেই। চলতি মৌসুমে দশম দিনের মতো কুয়াশায় ফেরি বন্ধ থাকছে। অধিকাংশ ভোররাত থেকে অনেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশকিছু যানবাহন আটকা পড়ছে। এ কারনে আমরাও ফেরি সংখ্যা বাড়িয়ে দিচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ