Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ৩ ঘন্টা, আরিচা-কাজিরহাট রুটে ১১ ঘন্টা ফেরি চলেনি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কুয়াশার কারনে ৬ষ্ঠ দিনের মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার পৌনে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। একইভাবে আরিচা-কাজিরহাট নৌরুটেও সোমবার দিবাগত রাত ১১টার পর থেকে মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১১ ঘন্টা ফেরি সহ নৌযান চলেনি। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই দুই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, চলতি মৌসুমে ৬ষ্ঠ দিনের মতো কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল ব্যাহত হয়। সোমবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশা বাড়লে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে সোয়া ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করা হয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। মঙ্গলবার সকাল পৌনে ৭টার পর কুয়াশা কমলে ফেরি চালু হয়। এসময় দৌলতদিয়ায় ছোট-বড় মিলে ৫টি, পাটুরিয়ায় ৪টি এবং মাঝ নদীতে ২টি ফেরি আটকা পড়ে। মাঝ নদীতে থাকা ফেরি দুটিতে ২৫টির মতো যানবাহনে প্রায় দুইশ’র মতো যাত্রী শীতে দুর্ভোগের শিকার হন। উভয় ঘাটে নদী পাড়ের অপেক্ষায় থাকা যানবাহনের যাত্রীরাও দুর্ভোগের শিকার হন।

এদিকে আরিচা-কাজিরহাট রুটেও সোমবার সন্ধ্যার পর থেকে ভারী কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে রাত ১১টার পর থেকে এই রুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১১ ঘন্টা পর আজ মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ ১১ ঘন্টার মতো এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে থাকা পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য গাড়ির চালক ও যাত্রীরাও দুর্ভোগের কবলে পড়েন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে দৌলতদিয়ায় দেখা যায়, ৩, ৪ ও ৭নম্বর ঘাটে ফেরি রয়েছে। রাতে আটকে থাকা গাড়ি নিয়ে ফেরিগুলো ঘাট ছেড়ে যায়। পরবর্তীতে ঢাকাগামী গাড়ি সরাসরি এসে ফেরিতে উঠছে। তবে ভোরের বৃষ্টিতে প্রতিটি ঘাটের সামনে কাঁদামাটিতে পিচ্ছিল হওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামায় সময় বেশি লাগছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও ফেরি সেক্টরের প্রধান শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার কারনে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। আরিচা-কাজিরহাট নৌরুটে সোমাবর রাত ১১টার পর থেকে মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১১ ঘন্টা ফেরি চলতে পারেনি। এজন্য দুই ঘাটে বেশকিছু গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেশিরভাগ রয়েছে পণ্যবাহী গাড়ি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ