Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

দৌলতদিয়া আবারো ভাঙন, ৫ মিনিটে চারটি বসতভিটা বিলীন, ক্ষোভে মহাসড়ক অবরোধ

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ জুলাই ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়ায় শুক্রবার আবারো ভাঙন দেখা দিয়েছে। পানির ঘূর্নিয়মান স্রোতে মাত্র ৫মিনিটে চারটি বসতভিটা বিলীন হয়ে যায়। এসময় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

সকাল ৯টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া লঞ্চ ঘাট মোড়ে সড়কের ওপর ভাঙা ঘরের চালা ফেলে অবরোধ করে। পরে ঘাট এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং স্থানীয় জনপ্রিতিনিধির হস্তক্ষেপে প্রায় ত্রিশ মিনিট পর ঘরের চালা সরিয়ে অবরোধ তুলে নেয়। খবর পেয়ে পরে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে।

এলাকাবাসী জানান, শুক্রবার ভোর ৫টার পর থেকে মজিদ শেখের পাড়ায় পুনরায় ভাঙন দেখা দেয়। মুহুর্তের মধ্যে পানি ঘুর্নিপাক দিয়ে স্থানীয় সাবেক ২নম্বর ওয়ার্ড ইউপি সদস্য উজ্জল হোসেন, স্থানীয় বাসিন্দা মোকছেদ প্রামানিক, দেলোয়ার প্রামানিক সহ চারটি বসতভিটা বিলীন হয়ে যায়। এখনো থেমে থেমে ভাঙনে আশপাশের এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এতে নতুন করে এলাকার প্রায় ১০০ মিটার এলাকা বিলীন হয়েছে।

সাবেক ইউপি সদস্য উজ্জল হোসেন বলেন, ভোরে ঘুম থেকেই শুনি আবার ভাঙছে। মুহুর্তের মধ্যে তিনটি তার কিছুক্ষণ পর আরেকটি পরিবারের বসতভিটা বিলীন হয়ে যায়। এর আগে ভাঙনে মুহুর্তের মধ্যে ৮টি পরিবারের ঘর-বাড়িসহ বসতভিটা বিলীন হয়ে যায়। এসময় অন্তত ৪০টি পরিবার ভাঙন আতঙ্কে অন্যত্র সরে যায়। গত বুধবার থেকে জিওব্যাগ ফেলা বন্ধ করলে নতুন করে আবার ভাঙন দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা চান্দু মোল্লা ক্ষোভের সাথে বলেন, এখানকার সবাই ৩-৪বার নদী ভাঙনের শিকার হয়েছেন। নতুন করে ভাঙন দেখা দেওয়ায় এসব মানুষ কোথায় যাবে তার কোন হদিস নেই। অথচ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপি কেউ আমাদের খোঁজ খবর নেয়না। বরং ভাঙন শুরু হলে তাদের বস্তা ফেলার ব্যবসা শুরু হয়। তারা কি এখানে ভাঙন ঠেকাতে আসেন?

বিক্ষুদ্ধ মানুষ সকাল ৯টার দিকে ঘরের চালা রাস্তায় রেখে ১ নম্বর ফেরি ঘাট সড়কের মাথায় অবরোধ করে। এতে স্থানীয় অন্তত দুই শতাধিক মানুষ মহাসড়ক অবরোধ করে উর্দ্বোতন কর্তৃপক্ষ না আসা পর্যন্ত অবরোধ তুলবেন না বলে জানান। পরে সাড়ে ৯টার দিকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এবং সাবেক ইউপি সদস্য উজ্জল হোসেন এসে সবাইকে ধমকিয়ে অবরোধ তুলেন।

খবর পেয়ে পরে ভাঙন স্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাগন।

পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, আমার পূর্ব বসতি এখানে ছিল। আত্মীয়-স্বজন সবাই এখানে বাস করেন। তারা আজ সবাই গৃহ হারা হয়ে পড়ছে। নদী ভাঙন প্রতিরোধে পাউবো, বিআইডব্লিউটিএকে অনুরোধ জানিয়েছি।

ইউএনও আজিজুল হক খান বলেন, নতুন করে যেখানে ভাঙছে এখানে পাউবো জিওব্যাগ ফেলে। বিষয়টি জানার পর তাদেরকে বলা হয়েছে। নতুন করে আজই কাজ করার কথা। পরিকল্পনা মাফিক উজান থেকে নদী শাসনের ব্যবস্থা করা ছাড়া কোন পথ খোলা নাই।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, নতুন করে প্রায় ৮০ ফুট গভীর ১৮০ ফুট লম্বা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন। এরপর যেখানে প্রয়োজন সেখানে আমরা কাজ করবো।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে দুপুর থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ২-৩ হাজার বস্তা এবং ৫০টি টিউব বস্তা ফেলার সিন্ধান্ত নিয়েছি। এছাড়া আমরা চাইলে ইচ্ছা মাফিক কিছু করতে পারিনা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন