Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়ায় সকালে ভিড়, দুপুরে গাড়ি ও মানুষের চাপ কমে ঘাট ফাঁকা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ জুলাই ২০২১, ১০:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সরকারের পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে কঠোর বিধি নিষেধ শুরু হয়েছে। অতিব জরুরি, রোগীবাহী এ্যাম্বুলেন্স ছাড়া সাধারণ কোন গাড়ি, মানুষ চলাচলে বিধি নিষেধ রয়েছে। তবে এর মধ্যে ঈদ করতে গ্রামে যাওয়া অনেকে নিজ কর্মস্থল বা শহরে ছুটতে শুরু করে।

শুক্রবার ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি মানুষের ভিড় থাকে। বেলা বাড়ার সাথে পরিবহন বা মানুষের চাপ কমতে থাকায় বেলা ১১টার পর দৌলতদিয়া ঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়। এখন জরুরি গাড়ি, এ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী গাড়ি পারাপার হচ্ছে। সাথে নেহাত বিপাকে পড়ে আসা কিছু মানুষ পারাপার হচ্ছে। এছাড়া সকাল ৬টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী বিভিন্ন যানবাহনের লম্বা লাইন পড়ে। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরি ঘাট থেকে যানবাহনের লাইন গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড ছাড়িয়ে ৭ কিলোমিটার লম্বা হয়। ছোট-বড় ১৬টি ফেরি নিয়মিত চলায় রাতভর পারাপারে গাড়ির চাপ কমতে থাকে। ঘাটে আসা দূরপাল্লার নৈশ কোচ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পাড়ি দেয়। প্রাইভেটকার, মাইক্রোবাস সাথে অসংখ্য মানুষও সকালেও পারাপার হয়। বেলা ১১টার পর যানবাহন কমে মহাসড়ক ফাঁকা হতে থাকে। ফেরি ঘাটে মানুষজনের ভিড়ও কমে অনেকটা ফাঁকা হয়ে যায়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাট ফাঁকা অবস্থায় দেখা যায়।

ঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেন বলেন, শুক্রবার ভোর থেকে বেলা ১০টা পর্যন্ত মহাসড়কে ফেরি ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহি পরিবহন, পণ্যবাহিসহ বিভিন্ন ধরনের গাড়ি ফেরিতে ওঠার অপেক্ষায় থাকে। বেলা ১০টার পর থেকে মহাসড়ক ফাঁকা হতে থাকে। ফেরি ঘাটেও মানুষজনের ভিড় কমতে থাকে। বেলা ১১টার দিকে ঘাট এলাকায় তেমন যানবাহন বা মানুষজনের চাপ নেই বললেই চলে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, সকাল ৯টা পর্যন্ত ১৪টি ফেরি দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে আটকে থাকা গাড়ি পারাপার করে। এখন উভয় ঘাটে গাড়ির চাপ না থাকায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে রো রো এবং ইউটিলিটি ফেরি রাখা হয়েছে। একটি মাত্র কেটাইপ ফেরি ভিআইপি পারাপারের ক্ষেত্রে প্রস্তুত রাখা হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনী এবং প্রশাসনের চেক পোস্ট অতিক্রম করে আসা গাড়ি ফেরিতে পারাপার হবে। যাত্রী পারাপারে নিষেধ রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন