Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. ধর্ম ও জীবন

ক্যানসার আক্রান্ত রাজবাড়ীর তমিজ উদ্দিন মল্লিক বাঁচতে চান

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুলাই ২০২১, ৮:২৭ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ ক্যান্সার এখন আর মরন ব্যাধি নয়। এর চিকিৎসা রয়েছে। কিন্তু চিকিৎসায় প্রচুর অর্থের পয়োজন। যা চালানো এখন অসম্ভব হয়ে পরেছে ক্যান্সারে আক্রান্ত তমিজ উদ্দিন। ষাটোর্ধ মো. তমিজ উদ্দিন মল্লিক গত এক বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন।

তার বাড়ি রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার ১ নং ওয়ার্ডে। পরিবারে তার ৩ ছেলে ও স্ত্রী রয়েছে। এখন সে ক্যান্সার থেকে বাঁচতে চান। এখনও সে বাঁচার আশা দেখছেন। আরো কিছুদিন ভালো হয়ে বেঁচে থাকার আশা তার। ঢাকায় ফুসফুসে আক্রান্ত তমিজ উদ্দিন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন চিকিৎসা নিয়ে বর্তমানে অর্থাভাবে বাড়িতে রয়েছেন। সুচিকিৎসা পেলে তিনি এ রোগ থেকে মুক্ত হতে পারবেন বলে আশা করছেন তার পরিবার।

পরিবার থেকে তাদের যা সহায় সম্বল ছিল তা প্রতিদিনের চিকিৎসায় প্রায় শেষের পথে। ক্যান্সার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। পরিবারের কাছে তার চিকিৎসার খরচ বহন করা এখন অসম্ভব হয়ে পরেছে। এতে তার পরিবারটি সংসার চালানো নিয়ে মুশকিলে পরেছেন। তারপর অত্যাধিক খরচ বহন করতে না পারায় দিন দিন অবস্থার অবনতির দিকে যাচ্ছে। তাই সমাজের বৃত্তবান ও শিল্পপতি ও সামর্থবান লোকদের কাছে চিকিসার জন্যে হাত বাড়িয়েছেন। তমিজ উদ্দিনের পরিবারে ৩ ছেলে ও স্ত্রী রয়েছে। ৬ ভাইয়ের মধ্যে তমিজ উদ্দিন ৩য় সন্তান। তাদের পক্ষে সংসার ও চিকিৎসা কেসাথে চালানো এখন দায় হয়ে পরেছে।

ক্যান্সার আক্রান্ত তমিজ উদ্দিনের ছোট ভাই মনোয়ার হোসেন মনো জানান, বর্তমানে বড় ভাইকে বাড়িতে রেখে সাধ্যমত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিদিন যে পরিমান খরচ হচ্ছে তা বহন করতে হিমশিম খাচ্ছেন। বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চালানো পরিবারের পক্ষে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সহায় সম্বল সব শেষ করে পরিবারের পক্ষে চিকিৎসার ব্যায় বহন করা সম্ভব হচ্ছেনা। তাই, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানের বৃত্তবানদের কাছে হাত বাড়িয়েছেন। প্রয়োজনে নি¤েœ যোগাযোগের জন্যে মুঠোফেন নম্বর দেওয়া হলো ০১৬৩৭ ৯৩৯৬৪৭।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ