Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

দৌলতদিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ালো ছাত্রলীগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুলাই ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাক্ষুসি পদ্মার তান্ডবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুহুর্তের মধ্যে নদীতে তলিয়ে যায় অন্তত ৮টি পরিবারের বসতভিটা। এছাড়া ভাঙন আতঙ্কে দুই দিনে অন্যত্র সরে যেতে বাধ্য হন আরো প্রায় ৮০টি পরিবার। এমন পরিস্থিতিতে এসব অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ান গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।

জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়ায় পদ্মা নদীর ঘূর্নিপাকে মুহুর্তের মধ্যে ৮টি পরিবারের বসতভিটা, ঘর-বাড়ি সব নদীতে তলিয়ে যায়। কেউ ঘর থেকে তেমন কোন জিনিসপত্র বের করতে পারেননি। এসময় অনেকে অসহায় হয়ে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। ভাঙনে আতঙ্কগ্রস্থ পরিবারগুলো তাদের ঘর-বাড়ি সরাতে মরিয়া হয়ে উঠে। পদ্মার এমন রাক্ষুসী তান্ডবে খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা, উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনেকে পরামর্শ দিচ্ছেন। কেউবা উপর মহলে করনিয় নিয়ে যোগাযোগ করছেন। এমন পরিস্থিতি দেখতে গিয়ে আর বসে থাকনেনি গোয়ালন্দ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা ৮-৯ জন ছাত্রলীগের নেতাকর্মী আর বসে না থেকে ঘর-বাড়ি সরাতে হাত লাগিয়ে দেন। ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর সরাতে তারা সহযোগিতা করেন।

গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ সাহা বলেন, ভাঙনের খবর পেয়ে আমরা প্রথমে কয়েকজন দেখতে গিয়েছিলাম। পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে দেখে আমরাই ঠিক থাকতে পারিনি। আমাদের করার মতো তেমন কিছু না থাকলেও শরীরের শক্তি দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর-বাড়ি তো সরাতে পারবো। তাই জরুরী ভিত্তিতে আরো কিছু নেতাকর্মীকে ফোন দিয়ে জরুরী ভিত্তিতে আসতে বলি। পরে আমরা সকলেই তাদের সাহায্যে নেমে পড়ি। এসময় অন্যান্যের মধ্যে সহসভাপতি ইয়াসিন শেখ, শামীমমুল আলম শাওন, মিনহাজুল ইসলাম, রাশেদুল ইসলাম অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, রাব্বি শেখ, সাংগঠনিক সম্পাদক রবিন মাহামুদ রাজ, তম্ময় শীল, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক কাব্য রাহা, সাবিক বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের এমন উদ্যোগে খুশি হয়ে ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবার বলেন, অনেকে আমাদের দেখতে এসেছেন। কেউ ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছেন। নিজে থেকে যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তা করেননা। কিন্তু ছাত্রলীগের কিছু তরুন ছেলে যেভাবে আমাদের পাশে এসে দাড়িয়েছিল তাতে আমরা খুবই খুশি। যতটুকো তারা কাজ করেছে তাতেও আমাদের অনেক উপকার হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন