Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

বিআইডব্লিউটিসির নিষেধাজ্ঞা উপেক্ষিত, ফেরিতে যানবাহনের সাথে যাত্রীদের ভিড়

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ জুলাই ২০২১, ৯:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে শুধু পণ্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স, জরুরি সরকারি যানবাহন পারাপার করা যাবে বলে গত শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে জানায়। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রতিটি ফেরিতে যানবাহনের সাথে সাধারণ যাত্রী অহরোহ পারাপার হতে দেখা গেছে। তবে ঢাকা ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহন এবং যাত্রী বেশি দেখা গেছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৮জুন থেকে সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এর তিন দিন পর ১ জুলাই থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। তবে পণ্যবাহী যানবাহন, ব্যক্তিগত গাড়ি এবং রিকশা চলাচলের সুযোগ রয়েছে।

দৌলতদিয়া ফেরি ঘাটে দেখা গেছে, পাঁচটি ঘাটের মধ্যে ৪, ৫, ৬ ও ৭নম্বর ঘাট চালু রয়েছে। চারটির মধ্যে বেশি যানবাহন এবং যাত্রী পারাপার হতে দেখা যায় ৫ নম্বর ঘাটে। ঘাটের জিরো পয়েন্ট এবং বিকল্প সড়কের মাথায় ৫নম্বর ঘাট অবস্থিত থাকায় সবচেয়ে ব্যাস্ত ঘাটটি। পাটুরিয়া থেকে আসা প্রতি ফেরিতে পণ্যবাহী গাড়ির সাথে ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীদের দেখা যায়। ঢাকা ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনের সাথে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে যাওয়া ফেরিতে পণ্যবাহী গাড়ির সাথে জরুরি গাড়ি এবং কিছু যাত্রীও পার হতে দেখা যায়। রিক্সা-ভ্যানের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সা, সাধারণ যাত্রী এবং ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে আলাপকালে এক নারী বলেন, স্বামী সন্তান নিয়ে থাকেন সাভারের নবীনগর এলাকায়। বাবার বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়। বাবা খুবই অসুস্থ্য হওয়ায় শুক্রবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বাবাকে দেখতেই তিনি আজ শনিবার ভোর ৬টার দিকে রওয়ানা করেছেন।

ফেরি শাহ আলীতে ব্যাগ নিয়ে পঞ্চাশোর্ধ নারী রুবিয়া বেগম ফেরিতে ওঠার সময় বলেন, মানিকগঞ্জের তাঁর বাবার বাড়ি। প্রায় দুই মাস ধরে তার বৃদ্ধ বাবা ইখলাস প্রামানিক এবং মা হালিমা বেগম গুরুতর অসুস্থ্য। কিছুদিন বাবা-মায়ের সেবা যত্ম করে বাড়ি ফিরেছিলেন। আবার দুই সপ্তাহ ধরে বেশ অসুস্থ্য হয়ে পড়েছেন। তাই কঠোর লকডাউনের মধ্যেই তাঁকে বাবার বাড়ি যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিহাব উদ্দিন বলেন, উর্দ্বোতন কর্তৃপক্ষ ও প্রশাসন থেকে মৌখিক নির্দেশনা পাওয়ার পর কোভিড গাড়ি, এ্যাম্বুলেন্স ছাড়া সাধারণ ব্যক্তিগত গাড়ি পারাপার করতে দেয়া হচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় আমরা সাধারণ গাড়ি ঘুরিয়ে দিচ্ছি। পাটুরিয়া থেকে আসা ফেরিতে সাধারণ গাড়ির সাথে যাত্রী আসছে বলে তিনি স্বীকার করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ