Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

গোয়ালন্দে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় হত্যাকান্ড, মাদক ও চুরি নিয়ে বক্তাদের উদ্বেগ প্রকাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুন ২০২১, ১১:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। সভায় গত দুই মাসে একাধিক হত্যাকান্ড, মাদক ও চুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, এলজিইডি’র প্রকৌশলী বজলুর রহমান খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আজু শিকদার প্রমূখ।

সভায় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল তাঁর ওপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবী জানান। এছাড়া তার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডলকে গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। হত্যা মামলায় তাঁর আপন শ্যালককে আসামী করার বিষয়টি ষড়যন্ত্রমূলক দাবী করে তদন্ত আরো সুচারুভাবে করার দাবী জানান।

প্রেসক্লাব সভাপতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন বক্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দুই মাসে হত্যাকান্ড, মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। যেখানে সেখানে মাদকের ছড়াছড়ি দেখা যাচ্ছে। পুলিশকে এ বিষয়ে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে সাধারণ অভিভাবক শঙ্কিত। রাতে পৌরসভা এলাকায় পুলিশের পাহারা আরো জোরদার করতে পৌরসভার মেয়র গোয়ালন্দ ঘাট থানার ওসির দৃষ্টি আকর্ষন করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সাধারণ মানুষ যখন রাতে গভীর ঘুমে বিভর থাকে তখন রাস্তায় পাগল, কুকুর আর পুলিশ ছাড়া কেউ থাকেনা। রাতভর ঘুরে ঘুরে খোঁজ খবর নেন, নিরাপত্তা দেন। একাধিক হত্যাকান্ড আইনশৃঙ্খলার কিছুটা অবনতি হলেও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবী করেন। পুলিশ অধিকাংশ মামলার প্রধান অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করেছে। প্রতিটি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে সোচ্চারের কথা জানান। একই সাথে তিনি এলাকায় আইনবহির্ভূত বিচার শালিসের ব্যাপারে সবাইকে সজাক করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন