Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

গোয়ালন্দে মাসিক সমন্বয় সভায় নদী ভাঙন প্রতিরোধের দাবী, সাব রেজিষ্ট্রারের বিদায় সংবর্ধনা

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জুন ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। সমন্বয় সভায় উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম অঞ্চলে নদী ভাঙন প্রতিরোধের দাবী জানানো হয়।

এছাড়া গোয়ালন্দ উপজেলার সাব রেজিষ্ট্রার সাজ্জাদ হোসেন এর বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলার অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা প্রদানের আয়োজন করে।

সমন্বয় সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

সভার শুরুতে সাংসদ কাজী কেরামত আলীকে নবাগত ইউএনও আজিজুল হক খান মামুন উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তাঁকে সভায় স্বাগত জানান। এছাড়া একই সাথে ওই সভায় উপজেলার সাব রেজিষ্ট্রার সাজ্জাদ হোসেন কে বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাঁকে ফুলের তোড়া দিয়ে এবং উপহার সামগ্রী তুলে দিয়ে বিদায় জানান সাংসদ কাজী কেরামত আলীসহ অতিথিবৃন্দ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের ভাঙন দিন দিন বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি সভায় উপস্থিত সভার উপদেষ্টা, সাংসদ কাজী কেরামত আলীর দৃষ্টি আকর্ষন করে অনতিবিলম্বে নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সভা শেষে প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, ভাঙন প্রতিরোধে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় পর্যন্ত বাঁধ নির্মাণের সকল ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে একনেকে এ জাতীয় একটি বিশাল বাজেট পাশ হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। সেই সাথে তিনি গোয়ালন্দের পৌর জামতলা থেকে রাজবাড়ী শহর রক্ষা বেড়ি বাঁধের নির্মাণ কাজের অতি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিস্টদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন