Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

লকডাউনে প্রশাসনের কড়া নজরদারি, অতিগুরুত্বপূর্ণ ছাড়া ফেরি ছাড়েনি

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সরকারঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দে প্রশাসনের কড়া নজরদারি ছিল। অনেকে লুকিয়ে লুকিয়ে দোকানপাটের কিছু অংশ খুললেও প্রশাসনের গাড়ির হুইসেলের শব্দ পেলেই বন্ধ করে দেয়। এছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে অতি গুরুত্বপূর্ণ গাড়ি ছাড়া কোন ফেরি চলেনি।

বৃহস্পতিবার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি ঘাটে ফেরিগুলো নোঙর করে বসে আছে। অধিকাংশ ফেরি র‌্যাম তুলে বসে আছে। সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে রজনীগন্ধ্যা নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এ্যাম্বুলেন্স ও সরকারের উচ্চ পদস্থ এক কর্মর্তার গাড়ি নিয়ে দৌলতদিয়ায় ভিড়ে। বেলা সাড়ে ১১টার দিকে ৫টি এ্যাম্বুলেন্স দৌলতদিয়া ঘাটে এসে অপেক্ষা করলে কিছুক্ষণ পর ওই সব গাড়ি নিয়ে আরেকটি ছোট ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

৫নম্বর ঘাটে অপেক্ষমান ফেরি কেরামত আলীর কর্মচারীরা জানান, বুধবার সারাদিন ঘাটেই নোঙর করে ছিলাম। সন্ধ্যার পর ঘাটে আটকে থাকা পণ্যবাহী গাড়িগুলো নিয়ে ফেরি ছাড়তে শুরু করে। রাতভর এভাবে সকল পণ্যবাহী গাড়ি পার করার পর ভোর থেকে পুনরায় ঘাটে নোঙর করে বসে আছি।

ফেরি ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল টহল দিতে থাকে। ঘাটে আসা যাত্রীদের ফিরে যাওয়ার অনুরোধ করেন। ভয়ে ঘাট এলাকার বিভিন্ন গাছের ছায়ায় বসে অপেক্ষমান অনেকে দ্রুত সরে যান।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রাতে পচনশীল পন্যবাহী গাড়ি এবং দিনের বেলায় জরুরী রোগী, লাশবাহী এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া কোন গাড়ি পার হতে পারবে না। তাও এসব গাড়ি পারাপারের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের অনুমোতি সাপেক্ষে ফেরি ছাড়তে হচ্ছে।

এদিকে গোয়ালন্দ বাজারের বিভিন্ন দোকানী লুকিয়ে চুপিসারে কিছু অংশ খুলে দিয়ে বেচাকেনার চেষ্টা করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালায়। এসময় স্থানীয় দোকানীদের করোনার কারণে সরকার ঘোষিত লকডাউন সবাইকে মেনে চলার অনুরোধ করেন। এরপরও কেউ লকডাউন না মানলে তাদের বিরুে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন।

পোশাক ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, গত একটি বছর ধরে করোনার কারণে সকল ব্যবসাবাণিজ্য চরম মন্দা চলছে। ঈদের সামনে লকডাউন দেওয়ায় ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে। সরকারের কাছে দাবী করছি, স্বাস্থ্যবিধি মেনে দিনের অর্ধেকবেলা দোকান খোলা রাখার অনুমোতি দিক।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ