রাজবাড়ীমেইল ডেস্কঃ “জেগেছে যুব গড়বে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাতভুক্ত সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামুলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মূলক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর গোয়ালন্দের আয়োজনে গোয়ালন্দ উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপি প্রশিক্ষনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমূখ।
দিন ব্যাপি প্রশিক্ষনে ৩০ জন যুবক ও ৩০ জন যুবতী সহ মোট ৬০ প্রশিক্ষনার্থী আত্মনির্ভরশীল, সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা দানে দক্ষ ও পারদর্শি করে গড়ে তুলতে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, যুবক যুবতীদের এ ধরনের প্রশিক্ষন একদিকে যেমন সামাজিক নানা ধরনের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখতে সাহাজ্য করে। পাশাপাশি আতœ নির্ভরশীল হয়ে নিজের ও পরিবারের বেকার সমস্যা সমাধানে সহায়তা করে।