Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

করোনায় হেরে গেলেন গোয়ালন্দ উপজেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর শুক্রবার রাত পৌনে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া (ইন্নালিল্লাহী—-রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর একমাত্র ছেলে আলিফ হোসেন।

দলীয় ও পরিবারের সদস্যরা জানায়, আলহাজ¦ মো. নুরুজ্জামান মিয়ার শরীরে প্রথমে জ¦র সহ করোনার উপসর্গ দেখা দিলে তিনি প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা প্রদান করেন। পরবর্তীতে তাঁর করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট আসলে প্রথমে উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর শ্রীদাম দত্তপাড়ার নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে শরীর বেশি খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে গত ৫ নভেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসাীধন অবস্থায় অক্সিজেনের পরিমাণ কমে আসায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঢাকায় স্থানান্তর করেন। পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালিন অবস্থায় পরদিন বুধবার অনেকটা পরিস্থিতি অবনতি হলে আইসিইউতে রাখার পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর পুনরায় অবস্থার উন্নতি হয়। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দশটার দিকে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মো. নুরুজ্জামান মিয়া রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ছাড়াও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি গোয়ালন্দ প্রপার হাই স্কুল পরিচালনা কমিটির দীর্ঘদিন সভাপতি এবং গোয়ালন্দ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রথম পৌর প্রশাসক ছিলেন। প্রবীণ এই রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগ পরিবার থেকে জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নীর অহংকার মানুষ ছিলেন।

প্রবীন বর্ষিয়ান এই রাজনীতিবিদের অকাল মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সহ দলীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন