গোয়ালন্দে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলায় পুলিশ ও সাংবাদিক
রাজবাড়ীঃ “মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি” এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে মাদক বিরোধী এক জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ বনাম গোয়ালন্দ উপজেলা সাংবাদিক সেরা একাদশ একে অপরের মোকাবেলা করে।
খেলায় উদ্বোধক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. শরীফ আল রাজীব।
নির্ধারিত সময়ে খেলায় গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ ৪-২ গোলে গোয়ালন্দ থানা সাংবাদিক সেরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় দুদলের পক্ষে সেরা খেলা প্রদর্শন করে যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জেলার সহকারি পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সাংবাদিক জাকির হোসেন।
শনিবার (২১ জুন) বিকেল ৫ টায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং গোয়ালন্দ থানা সাংবাদিক সেরা একাদশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সাংবাদিক শহিদুল ইসলাম।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, পুলিশ ও সাংবাদিক দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন। ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি, চমৎকার একটি স্লোগানকে সামনে রেখে, থানা পুলিশ এবং সাংবাদিকদের অংশগ্রহণে এমন চমৎকার একটি আয়োজন করার জন্য গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে ধন্যবাদ। খেলার ধারাভাষ্যকারে ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।