Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ীতে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ ও মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাকা সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক) ফরিদপুর কার্যালয়। মঙ্গলবার দুপুরে উপজেলার চর দৌলতদিয়া হাট লালমিয়া মৃধা পাড়া ভায়া জয়নাল মৃধার বাড়ি পর্যন্ত সড়কের কাজ পরিদর্শন করে দুদুক ফরিদপুর কার্যালয়ের একটি দল।

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাজবাড়ী জেলার গোয়ালন্দে অভিযান চালানো হয়।

সড়ক বিভাগের প্রকৌশলীসহ দুদুক ফরিদপুর কার্যালয়ের প্রতিনিধি দল সড়ক ঘুরে কাজের মান যাচাই করেন। পরিদর্শন শেষে দুদুকের সহকারী পরিচালক সরদার আবুল বাশার সাংবাদিকদের সামনে কাজের কিছু অনিয়ম তুলে ধরেন। তবে নি¤œমানের সামগ্রী ব্যবহারের চেষ্টা করা হলেও স্থানীয়দের বাধা এবং এলজিইডি প্রকৌশলীর আপত্তিতে ঠিকাদার সেসব সামগ্রী ব্যবহার ফিরিয়ে নেন।

অভিযানে দুদুক ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার, উপ-সহকারী পরিচালক কামরুল হাসান, ফরিদপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী এসএম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় এলজিইডি গোয়ালন্দ কার্যালয়ের উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নিল, উপসহকারী প্রকৌশলী সৌরভ ভৌমিক, ঠিকাদার হাসান খান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় জানায়, গোয়ালন্দের চর দৌলতদিয়া হাট লালমিয়া মৃধার পাড়া থেকে জয়নাল মৃধার বাড়ি পর্যন্ত ১ হাজর ৪১৫ মিটার এইচবিবি সড়কে পাকা কার্পেটিংয়ের জন্য গত বছর দরপত্র প্রদান করে। প্রাক্কলিত মূল্য ১ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার টাকা এবং ১ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকা চুক্তিমূল্য ধরা হয়। রাজবাড়ীর মেসার্স লুপিন এন্টারপ্রাইজের অনুকুলে কার্যাদেশ প্রদান করা হয়। তিন মিটার প্রসস্থ্য করে কার্পেটিং কাজ গত বছর ১০ অক্টোবর শুরু হয়ে চলতি বছর ৭ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় হানিফ সরদার, জামাল মোল্লাসহ কয়েকজন অভিযোগের সুরে বলেন, পূর্বের বিছানো ইটগুলো তুলে সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া নিম্নমানের ইটের খোয়া, বালুসহ অন্যান্য সামগ্রী সড়কের পাশে স্তুপ করে রেখে কাজ করায় এলাকাবাসীর ভিতর ক্ষোভ সৃষ্টি হয়। কাজে বাধা প্রদানের পাশাপাশি উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়।

উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর বলেন, এলাকাবাসীর অভিযোগ ছাড়াও সরেজমিন নি¤œমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পাওয়ায় গত ১৭ মার্চ ঠিকাদারকে এসব সামগ্রী অপসারণের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। ঠিকাদার প্রায় দেড় মাস পর সোমবার (২৮ এপ্রিল) ওইসব সামগ্রী সরিয়ে ফেলার কাজ শুরু করে। এসব সামগ্রী না সরানো পর্যন্ত কাজ বন্ধ রাখতেও বলা হয়।

এ ব্যাপারে ঠিকাদার হাসান খান বলেন, মায়ের অসুস্থ্যতার কারনে তিনি কাজের সাইডে যেতে পারেননি। যে কারনে চিঠি পাওয়া সত্ত্বেও আপত্তি জানানো ওইসব সামগ্রী সরিয়ে নিতে দেরি হয়েছে। তবে আপত্তি জানানো খোয়াসহ কোন সামগ্রী তিনি রাস্তায় ব্যবহার করেননি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে বিভিন্ন জেলায় একযোগে অভিযান চলছে। তার আলোকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এই রাস্তা পরিদর্শন করা হয়। কাজের সাইডে সাইনবোড না টানানো, সড়কের পাশে নিম্নমানের সামগ্রীর স্তুপ করে রাখার সত্যতা পান। তবে তাঁদের সামনে সরিয়ে নেয়া হয়। এ নিয়ে দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিলের পর নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন