Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন 

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

 

রাজবাড়ী প্রতিনিধিঃ শত বছরের স্মৃতি ধন্য ঐতিহ্যবাহী রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন  করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,পায়রা উড়ানো,মার্চ পাস, মশাল প্রজ্জোলন ও ডিসপ্লে প্রদর্শন করে খেলার উদ্বোধন করা হয়।
খেলায় ২শ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ,উচ্চ লম্ফ,লৌহ গোলক,স্মৃতি পরিক্ষা,বিস্কুট দৌড়,অংক দৌড়, সহ ৬ টি ইভেন্টে ৩০ টি খেলা অনুষ্ঠিত হয়। বিকালে প্রতিযোগীদের মাঝে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরন করা হবে ।ডিসপ্লে প্রদর্শন করেন স্কুলের স্কাুউট  সদস্যরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  সুবর্ণা রানী সাহা,রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান,রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার বিশ্বাস প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন