Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. কৃষি ও অর্থনীতি

পদ্মা নদীর ১২ কেজির এক রুই সাড়ে ২৭হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহমেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ায় জেলেদের জালে ১২ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে পাবনা ধারাই এলাকার জেলে খোকন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে খোকন হালদার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার খুব ভোরে সহযোগীদের নিয়ে ট্রালারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। নদিতে জাল ফেলে দীর্ঘক্ষন মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। শেষ ভার ভেবে আরেকবার নদীতে জাল ফেলি। সকাল ৬টার দিকে জাল তুলতেই বড় এই মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ২০০টাকা দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকাল ৭ টার দিকে জেলে আমাকে মোবাইলের মাধ্যমে জানালে ১২ কেজি ওজনের রুই মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন তিনি। মাছটি বিক্রয়ের জন্য ঢাকার এক ব্যাবসায়ীকে জানালে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকায় মোট ২৭ হাজার ৬০০ টাকায় ওই ব্যাবসায়ী কিনে নেন।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ার কারনে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এছাড়াও এখন নদীতে পানি বাড়ার কারনে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বলে তিনি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন