Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনাঃ বাড়ি ফেরা হলো না ফল ব্যবসায়ী ফজের আলীর

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ফজের আলী মোল্লা (৪৫) প্রতিদিন বাড়ি থেকে যান দৌলতদিয়া ঘাটে যান আনারস কিনতে। দিনভর ঘুরে ফল বিক্রি শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেন। প্রতিদিনের মতো যথারীতি শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় পৌছামাত্র ঢাকাগামী দূর পাল্লার পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

ফজের আলী গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া হাচেন মোল্লা পাড়ার জিন্নাত মোল্লার ছেলে। ফজের আলীর পরিবারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। আনারস ফল নিজের ভ্যানে করে গোটা গোয়ালন্দ ঘুরে বিক্রি করেন। এ ঘটনায় পরিবহন চালক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলী আকবরকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে নিহতের স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে।

প্রত্যেক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার সকালে পরিবহনটি যাত্রী বোঝাই করে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সাড়ে ১০টার দিকে বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড সড়ক বিভাজকের বাম পাশ দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে পদ্মার মোড় পৌছে। এসময় গোয়ালন্দ বাজার থেকে ফজের আলী মোল্লা ভ্যান চালিয়ে মহাসড়কে উঠে ডানে দৌলতদিয়া ঘাটের দিকে মোড় দেন। ওই সময় দ্রুতগামী দর্শনা ডিলাক্স পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৪৩) সাথে ধাক্কা লাগে। মুহুর্তেই মহাসড়কে ভ্যান উল্টে গেলে পরিবহন ভ্যানসহ চালককে চাপা দেয়। স্থানীয় লোকজন ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। সকয়েক তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত পরিবহনটির পিছু নিয়ে প্রায় তিন কিলোমিটার দূর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গতিরোধ করে। স্থানীয় লোকজন পরিবহনের চালককে মারপিট করে। খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ দ্রুত পরিবহন ও চালককে নিজেদের হেফাজতে নেন। পরে গোয়ালন্দ ঘাট থানা ও গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ পৌছলে চালককে তাদের হেফাজতে নেন।

বিক্ষুদ্ধ লোকজন ঘাতক বাস চালকের বিচারের দাবী জানিয়ে সকাল পৌনে এগারটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় পৌনে এক ঘন্টার মতো ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে পরিবহন চালকের উপযুক্ত শাস্তির নিশ্চিত প্রতিশ্রুতি দিলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে ফেলে অবরোধ তুলে নেয়।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত তারা প্রথমে বিক্ষুদ্ধ লোকজনের কাছ থেকে চালককে উদ্ধার করেন একই সাথে বাসটি আটক করেন। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ পৌছলে তাদের কাছে আটক বাস চালক আলী আকবর এবং বাসটি বুঝিয়ে দেন। নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন