রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধি নিহত
রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় সালাম মোল্লা নামে এক প্রতিবন্ধি নিহত হয়েছে।সে একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদি গ্রামের বাসিন্দা।
বুধবার বিকালে উপজেলার বহরপুর রেলস্টেশনের অদূরে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেল চারটার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী কালুখালী ভাটিয়াপাড়া এক্সপ্রেস মেইল ট্রেনটি যাচ্ছিলো। এমন সময় রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় সালাম মোল্লা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
Write to Shameem Reza