Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব নির্বাচিত মেয়র নজরুল ইসলাম

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

মইনুল মৃধা, গোয়ালন্দঃ ১৪ ফেব্রুয়ারি গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মন্ডলকে বেসরকারিভাবে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান বিজয়ী ঘোষণা করেছেন। এরপর থেকে দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে ভিড় করছেন। বাসভবনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

সোমবার উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী সহ আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ ফুলের তোড়া নিয়ে নব-নির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে আসেন। এসময় মোস্তফা মুন্সি বলেন, ‘নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে গোয়ালন্দ পৌরসভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।’

এ সময় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ বলেন, ‘আমাদের গোয়ালন্দের স্কুল কলেজ, মাদ্রাসা, রাস্তা ঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে  উন্নয়ন হলে সকল প্রকার মান উন্নত হবে। এর জন্য  সুন্দর পরিবেশ গড়তে নতুন মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি গোয়ালন্দের উন্নয়ন, শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।’

সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে গোয়ালন্দের নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। গোয়ালন্দের উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর শহর উপহার দিতে পারবো।’

রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল নৌকা প্রতীকে ৬ হাজার ৯০৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র জগ প্রতীকের মেয়র প্রার্থী শেখ. মো. নজরুল ইসলাম ৬ হাজার ২৮৭ ভোট পান। নৌকা প্রতীকের প্রার্থী ৬১৭ বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন