নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বালুবাহি বাল্কহেড থেকে চাঁদাবাদির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চক্রের চাহিদামতো চাঁদা প্রদান না করায় বাল্কহেড চালকসহ কর্মচারীদের মারধরের অভিযোগে স্থানীয়রা হাতেনাতে একজনকে আটক করে পুলিশে দিয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মো. নিজাম মন্ডল (৫০)। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়ার খোরশেদ মন্ডল এর ছেলে। আটককৃত নিজাম মন্ডল সহ পলাতক আরো চারজনকে অভিযুক্ত করে ব্লাকহেড চালক মো. আসাদুজ্জামান খান বাদী হয়ে শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
বাল্কহেড চালক আসাদুজ্জামান খান বলেন, গত বুধবার (৩০ ডিসেম্বর) নাজিরগঞ্জ থেকে বালু বোঝাই করে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত হওয়ায় দুর্ঘটনা এড়াতে ওই বিকেলেই দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহির চর লালু মন্ডল পাড়ায় নোঙর করেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজাম মন্ডল সহ স্থানীয় জব্বার প্রামানিক (৩৫), আলী (২৫), মো. শহিদ (২৫) ও মো. হাবি (৩০) সহ কয়েকজন তাদের বাল্কহেড এর কাছে এসে চাঁদাদাবি করে। এই নৌপথ দিয়ে চলাচল করতে হলে তাদেরকে ১০ হাজার টাকা দিতে হবে। চাঁদা দিকে অস্বীকৃতি জানালে তারা চালক আসাদুজ্জামান খান, কর্মচারী মো. মুসা ও মো. বাবুকেও মারধর করে। কৌশলে বিষয়টি দৌলতদিয়া নৌপুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হাতেনাতে নিজাম মন্ডলকে আটক করে পুলিশে দেয়। বাকি সবাই দৌড়ে পালিয়ে যায়।
দৌলতদিয়া নৌপুলিশের এএসআই শফিকুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে এমন খবর পেয়ে দ্রুততার সাথে পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ব্লাকহেড চালক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি (মামলা-১৮) দায়ের করেছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, নৌপুলিশের আরো তদারকি বাড়াতে বলা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলার স্বার্থে থানা পুলিশও সহযোগিতা করবে।