
ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়াম্যান মো. মোস্তফা মুন্সী রোববার উপজেলার প্রয়াত সকল আ.লীগ নেতৃবৃন্দের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেছেন। দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকাল থেকে দুপুর র্র্যন্ত বিভিন্ন অঞ্চলে সমাহিত প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন।
আওয়ামী লীগের সভাপতি মরহুম নুরুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হাসান ইমাম চৌধুরী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদু, জেলা আ’লীগের শম্য বিষয়ক সম্পাদক শেখ ছবেদ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সহ সভাপতি নিকবার আলী মোল্লা, থানা আ’লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আবুল দেওয়ান, মান্না সেক সহ উপজেলা আ’লীগের সকল মরহুম নেতৃবৃন্দদের কবর জিয়ারত করেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি।
১৩ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ টা থেকে উপজেলার বিভিন্ন করবস্থানে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খাঁন, গোলজার হোসেন মৃধা, মামুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিল্পব ঘোষ, যুগ্ন-সাধারন সম্পাদক ফকির আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপ দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল, যুগ্ন-সাধারন সম্পাদক সালাউদ্দিন মাহমুদ রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, সাংগঠনিক সম্পাদক টিটিন সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,সাধারন সম্পাদক আবির হোসেন রিদয়, কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কবর জিয়ারতে উপস্থিত ছিলেন।