নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার রাজবাড়ীর গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার সাংবাদিকরা পৃথকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় কর্মরত সাংবাদিকরা আসাদুজ্জামান হত্যায় জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোববার দুপুর ১২টায় গোয়ালন্দ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম। ফোরামের আহ্বায়ক ও যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, ফোরামের সদস্য সচিব ও ইনকিলাব সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক বাংলার প্রতিনিধি মইনুল হক, কালবেলা প্রতিনিধি শেখ মোমিন, চ্যানেল এস এর প্রতিনিধি জাহিদুল ইসলাম, সমাজসেবক অরুণ রাহা প্রমূখ।
এর আগে বেলা এগারটায় গোয়ালন্দ প্রেসক্লাব আয়োজিত কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব সভাপতি আসজাদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ সংবাদদাতা শহিদুল ইসলাম, কালেরকণ্ঠ প্রতিনিধি গণেশ পাল, অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, জাকির হোসেন, সাইফুর রহমান পারভেজ প্রমূখ।
এর কিছুক্ষণ পর গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গোয়ালন্দ প্রেসক্লাব সংলগ্ন গোয়ালন্দ বাজার বড় মসজিদের সামনে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া জেলার বালিয়াকান্দিতে উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় সাংবাদিক সোহেল মিয়া, সঞ্জিব সরকার, সোহেল রানা, সবুজ শিকদার প্রমূখ বক্তব্য রাখেন।
এসব পৃথক সভায় সাংবাদিকরা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলানোর দাবি জানান। একই সাথে সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার পাশাপাশি তাদের কর্ম পরিবেশ তৈরীর দাবি জানান।