Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৮ জুন ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

পাংশায় দুই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অপর আসামি গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জুন ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার অপর আসামি হাসমত আলী মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের জেহের আলী মন্ডলের ছেলে।

এর আগে রোববার দিবাগত রাতে ভুক্তভোগী দুই স্কুলছাত্রীর মা ও বাবা পৃথকভাবে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে পাংশা মডেল থানায় দুটি মামলা করেন। এতে হাসমত আলী মন্ডল (২১) ও শিহাব মন্ডল (২০) নামের দুই তরুণকে আসামি করা হয়। তাঁদের বাড়ি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামে। মামলা দায়েরের পর রোববার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি শিহাবকে পুলিশ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। সে একই গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। তারা দুইজনই বেকার তরুণ এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

ভুক্তভোগী দুই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁদের একজনের বয়স ১৩ বছর এবং অপরজনের বয়স ১৪ বছর। দুই স্কুলছাত্রীর বাড়ি পার্শ্ববর্তী শরিষা ইউনিয়নে।

মামলার এজাহার ও পুলিশ জানায়, রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তারা প্রাইভেট পড়তে বের হয়। বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষ করে সকাল সাড়ে দশটার দিকে দুজনে একত্রে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার নাওড়া বনগ্রাম এলাকায় পথরোধ করেন শিহাব ও হাসমত। ওই দুই তরুণ ধারালো ছুরি ও ব্লেড বের করে ভয় দেখিয়ে তাদের রাস্তা থেকে তুলে নিয়ে যান। এসময় একজন স্থানীয় বনগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত কক্ষে অপরজন বিদ্যালয়ের পিছনের একটি পানের বরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই দুই তরুণ। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে চলে যান তারা। পরে দুই শিক্ষার্থী বাড়ি ফিরে বিষয়টি পরিবারের কাছে খুলে বলেন।

রোববার রাতে ভুক্তভোগী দুই স্কুল শিক্ষার্থীর পরিবার জানায়, হাসমত ও শিহাব এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তারা বেকার ভবঘুরের মতো ঘুরে বেরাতো আর দুই স্কুলছাত্রীকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় দুই পরিবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রোববার রাতে দুই স্কুলছাত্রীর পরিবার ধর্ষণের অভিযোগে দুইজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে ওইদিন রাতে অভিযান চালিয়ে প্রথমে শিহাব মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার রাতে অপর অভিযুক্ত আসামি হাসমত আলীকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। শিহাব মন্ডলকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাতে গ্রেপ্তারকৃত হাসমত আলীকে আজ মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আদালতের নির্দেশে সোমবার দুই স্কুলছাত্রীর ডাক্তারী পরিক্ষা করানো হয়েছে। অতি সত্ত্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত চার্জশীট প্রদান করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে গরু-ছাগল ও ভ্যান বিতরণ

ঈদ শেষে কর্মস্থলে ফেরা, তিন মিনিটে যাত্রী ভরে দৌলতদিয়া ঘাট ছাড়ছে লঞ্চগুলো

রাজবাড়ীর শহীদ গণি কন্যা জান্নাতের ভিন্ন মাত্রায় জন্মদিন পালন করলেন বিএনপি নেতা আসলাম মিয়া

গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন

রাজবাড়ীতে ওয়ান শুটার গান সহ নারী গ্রেপ্তার

দুই সপ্তাহেও সন্ধান মিলেনি পুলিশ সদস্যের একমাত্র ছেলে স্কুলছাত্র পাংশার আব্দুল্লাহ তামিমের

ভোগান্তি ছাড়াই দৌলতদিয়ায় সরাসরি ফেরিতে উঠছে পশুবাহি ট্রাক, অনিয়ম পেলেই শাস্তি

কালুখালীতে অস্বাস্থ্যকর পরিবেশের কারনে আইসক্রিম কারখানাকে জরিমানা

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গোয়ালন্দে র‌্যালী ও আলোচনা সভা

রাজবাড়ীতে হাটের আধিপত্য নিয়ে হামলায় একজনের মৃত্যুর ঘটনায় ফুটেজ দেখে আরও একজন গ্রেপ্তার

রাজবাড়ীতে চুরির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার