শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ফ্যাসিষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে শিক্ষা প্রতিষ্ঠান হতে। মানসম্মত শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তাদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। এ জন্য শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। আমি বিশ্বাস করি প্রচন্ড শ্রম ও মেধার সমন্বয়ে মফস্বলের ছেলে-মেয়েদেরও জীবনে অনেক বড় হতে হবে। এর পেছনে মূল কারিগর হিসেবে অবদান রাখতে পারেন আমাদের সম্মানিত শিক্ষকগন।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মত বিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয় সহ আশপাশ এলাকার ১৫টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্হিত ছিলেন। সভায় এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার নিয়ে উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আসলাম মিয়া সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন। সেই সাথে তিনি রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন হতে আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মুন্সী আব্দুল জব্বার, সদর উপজেলা সমবায় অফিসার অসীম রায়, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিছ উদ্দিন মল্লিক, আহলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রমূখ। পরে সকল শিক্ষকদের সঙ্গে দুপুরের খাবার খান।